মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় আগুনে পুড়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। পরে সদর ও কমলাঘাট বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবী সদস্যরা এ কার্যক্রমে অংশ নেয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজির জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে আগুন লেগে পাশের কাঠ, ফার্ণিচার ও ফলের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় আগুনে পুড়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। পরে সদর ও কমলাঘাট বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবী সদস্যরা এ কার্যক্রমে অংশ নেয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজির জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে আগুন লেগে পাশের কাঠ, ফার্ণিচার ও ফলের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।