image

গাজীপুরে হামলার ঘটনায় আহত একজন লাইফ সাপোর্টে

নিজস্ব বার্তা পরিবেশন

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত ইয়াসিন আরাফাত সাগর (২৫) নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গাজীপুরে হামলার শিকার আটজন হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। আগামীকাল থেকে বোর্ড তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা নেবে।

ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক সৌমেন দে বলেন, তাদের তত্ত্বাবধানে কাশেম (১৭) ও ইয়াসিন আরাফাত সাগর (২৫) নামের দুজন রোগী রয়েছেন। এঁদের মধ্যে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ইয়াসিন আরাফাতকে। তাকে এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কাশেমের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ১৭ জন আহত হন। এর প্রতিবাদে গতকাল শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩৪ জন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি