সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিয়ারসহ মো. জালাল মিয়া নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে।শনিবার দুপুর ১২টায় সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহিদাবাদ নামক স্থান হতে ৯ বোতল ভারতীয় মদ ও ১ বোতল বিয়ারসহ তাকে আটক করে সীমান্ত ফাঁড়ির টহল দল। আটককৃত জালাল মিয়া উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, মদ ও বিয়ারসহ আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম