ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর নামে ফেসবুকে ছবি ও মন্তব্য করায় এক যুবকের ওপর হামলার চেষ্টা চালাতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ধরা পড়েছেন স্বামী জিসান সরকার (২৪)।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে জিসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রামদা, ছোরা, কুড়াল ও একটি এসএস পাইপ ছিল।
আটক জিসান আখাউড়া পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাসিন্দা এবং মনির সরকারের ছেলে।
শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, জিসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসানের স্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিলেন বাদশা নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে জিসান কয়েকজনকে নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তবে স্থানীয়দের তৎপরতায় ঘটনার আগেই তিনি ধরা পড়েন।
পুলিশ জানিয়েছে, জিসানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর নামে ফেসবুকে ছবি ও মন্তব্য করায় এক যুবকের ওপর হামলার চেষ্টা চালাতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ধরা পড়েছেন স্বামী জিসান সরকার (২৪)।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে জিসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রামদা, ছোরা, কুড়াল ও একটি এসএস পাইপ ছিল।
আটক জিসান আখাউড়া পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাসিন্দা এবং মনির সরকারের ছেলে।
শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, জিসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসানের স্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিলেন বাদশা নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে জিসান কয়েকজনকে নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তবে স্থানীয়দের তৎপরতায় ঘটনার আগেই তিনি ধরা পড়েন।
পুলিশ জানিয়েছে, জিসানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।