image

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশিসহ আহত ২

শনিবার, ২২ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম (১৯) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। আহত অপরজন মো. হোসাইন (২৭), যিনি ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয়দের ধারণা, গুলিবিদ্ধ দুইজন সীমান্ত পেরিয়ে পণ্য লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। তারা কাঁটাতার পার হওয়ার সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা গুলি চালায়। এতে জাহাঙ্গীরের বাম পায়ে দুটি গুলি লাগে এবং হোসাইন সামান্য আহত হন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের লক্ষ্য করে কেন গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় গুলি করে সাংবাদিক হত্যা

» চকরিয়ায় পানিভরা গর্তে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

» বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ: সুব্রত বাইনের মেয়ে বিথী

» রংপুরে সারের তীব্র সংকট, কৃষকরা দিশেহারা

» সিলেটে মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

সম্প্রতি