যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে, দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাহুল হোসেন ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিন্টুর ছেলে।
জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় রাহুল তার ঘরে আইপিএসের সাথে ফ্যানের লাইন সংযোগ করার জন্য ছোটভাই তাহসিনকে সুইচ আনতে দোকানে পাঠান। কিছুক্ষন পরে তাহসিন সুইচ নিয়ে এসে দেখেন রাহুল মেঝেতে পড়ে আছেন।
তখন তাহসিনের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে রাহুলকে উদ্ধার করে নতুন হাট বাজারে আসলাম ডাক্তারের কাছে নিয়ে গেলে, তিনি পরীক্ষা-নিরীক্ষা করে রাহুলকে মৃত ঘোষণা করেন। রাহুলের ডান হাত এবং বুকে বৈদ্যুতিক আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
হিলি (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে হাঁসের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৮টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত উম্মে হাবিবা ডুগডুগিহাট শালগ্রাম এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো।
ঘোড়াঘাট থানাঅর ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে, দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাহুল হোসেন ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিন্টুর ছেলে।
জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় রাহুল তার ঘরে আইপিএসের সাথে ফ্যানের লাইন সংযোগ করার জন্য ছোটভাই তাহসিনকে সুইচ আনতে দোকানে পাঠান। কিছুক্ষন পরে তাহসিন সুইচ নিয়ে এসে দেখেন রাহুল মেঝেতে পড়ে আছেন।
তখন তাহসিনের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে রাহুলকে উদ্ধার করে নতুন হাট বাজারে আসলাম ডাক্তারের কাছে নিয়ে গেলে, তিনি পরীক্ষা-নিরীক্ষা করে রাহুলকে মৃত ঘোষণা করেন। রাহুলের ডান হাত এবং বুকে বৈদ্যুতিক আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
হিলি (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে হাঁসের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৮টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত উম্মে হাবিবা ডুগডুগিহাট শালগ্রাম এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো।
ঘোড়াঘাট থানাঅর ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।