চোরাচালান ও অনুপ্রবেশ রোধ, অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনসহ সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশপুর সীমান্তে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেলে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এ মতবিনিময় সভা করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় স্থানীয় আনসার ভিডিপির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন ও অবস্থান না করা, চোরাচালানকারীদের সামাজিকভাবে প্রতিহত করা, মাদক ও মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য প্রদান করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক হওয়া এবং শূন্য লাইন বরাবর গবাদি পশু চরানো ও চাষাবাদের সময় করণীয় সম্পর্কে স্থানীয়দের নানা রকম দিকনির্দেশনা দেন বিজিবি অধিনায়ক।
রোববার, ১১ মে ২০২৫
চোরাচালান ও অনুপ্রবেশ রোধ, অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনসহ সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশপুর সীমান্তে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেলে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এ মতবিনিময় সভা করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় স্থানীয় আনসার ভিডিপির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন ও অবস্থান না করা, চোরাচালানকারীদের সামাজিকভাবে প্রতিহত করা, মাদক ও মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য প্রদান করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক হওয়া এবং শূন্য লাইন বরাবর গবাদি পশু চরানো ও চাষাবাদের সময় করণীয় সম্পর্কে স্থানীয়দের নানা রকম দিকনির্দেশনা দেন বিজিবি অধিনায়ক।