রাজবাড়ীতে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল বুধবার দুপুরে আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুঘর্টনা ঘটে। নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। এই ঘটনায় একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক এবং নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তারা তিন জনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক রহমান নামে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক মঈনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২টায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল সমজিদের সামনে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মানিক রহমান জেলার চিরিরবন্দর উপজেলা দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে এবং আহত ট্রাক চালক মঈনুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, গতকাল বুধবার নিহত ট্রাক্টর চালকের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক এবং ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হেেছ। এই ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
রাজবাড়ীতে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল বুধবার দুপুরে আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুঘর্টনা ঘটে। নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। এই ঘটনায় একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক এবং নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তারা তিন জনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক রহমান নামে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক মঈনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২টায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল সমজিদের সামনে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মানিক রহমান জেলার চিরিরবন্দর উপজেলা দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে এবং আহত ট্রাক চালক মঈনুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, গতকাল বুধবার নিহত ট্রাক্টর চালকের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক এবং ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হেেছ। এই ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।