চারিদিকে সবুজ গাছপালা, চা বাগান, বন জঙ্গল, হাওর, পাহাড়, হ্র্রদ ও চায়ের রাজধানী বলে দেশ-বিদেশে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ে এলাকার জানকী ছড়ায় বিরল প্রজাতির ব্রাউন ফিশ ওউলকে ক্যামেরা বন্দি করেন শ্রীমঙ্গলের সৌখিন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমী তারিক হাসান। গত মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করে নামা ঝড়বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গলের জানকী ছড়া এলাকার এক গাছে দেখা যায় এক বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল (ইৎড়হি ঋরংয ঙষি)। প্রকৃতির সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি ও পাখিপ্রেমী আলোকচিত্রী তারিক হাসান।
ছবিতে দেখা যায়, গা ভেজা ডালের উপর বসে থাকা প্যাঁচাটি ডানা মেলার প্রস্তুতিতে, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি আর দেহভঙ্গিমায় রাজকীয় স্থৈর্য। ঘন সবুজের ভেতরে বাদামী পালকে মোড়া এই নিশাচর পাখিটি যেন এক অনুপম দৃশ্যের অবতারণা করে। ছবির কবি আলোকচিত্রী তারিক হাসান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করছেন। তার ষবহং-এর ফ্রেমে এই ধরনের দৃশ্য ধরা পড়া শুধুই ভাগ্যের বিষয় নয়, বরং তার ধৈর্য, নিষ্ঠা ও গভীর পর্যবেক্ষণের ফল। ব্রাউন ফিশ ওউল বাংলাদেশের পাহাড়ি ও বনাঞ্চলে মাঝে মধ্যে দেখা গেলেও এত কাছ থেকে এবং এমন আবহাওয়ায় দেখা যাওয়া বেশ বিরল ঘটনা। এই প্যাঁচাটি সাধারণত নদী বা ছড়ার ধারে থাকে এবং মূলত মাছ ও ছোট স্তন্যপায়ী খেয়ে থাকে। আলোকচিত্রী তারিক হাসান শুধু ছবির শিল্পী নন, তিনি প্রকৃতির এক নিবেদিত গবেষক। তার ষবহং-এর মাধ্যমে আমরা যে সৌন্দর্য দেখি, তার পেছনে রয়েছে সময়ের বিনিয়োগ, মনের গভীরতা, আর প্রকৃতির প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃতিপ্রেমীদের মাঝে বেশ উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই এই অসাধারণ ছবির জন্য তারেক হাসানকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
চারিদিকে সবুজ গাছপালা, চা বাগান, বন জঙ্গল, হাওর, পাহাড়, হ্র্রদ ও চায়ের রাজধানী বলে দেশ-বিদেশে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ে এলাকার জানকী ছড়ায় বিরল প্রজাতির ব্রাউন ফিশ ওউলকে ক্যামেরা বন্দি করেন শ্রীমঙ্গলের সৌখিন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমী তারিক হাসান। গত মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করে নামা ঝড়বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গলের জানকী ছড়া এলাকার এক গাছে দেখা যায় এক বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল (ইৎড়হি ঋরংয ঙষি)। প্রকৃতির সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি ও পাখিপ্রেমী আলোকচিত্রী তারিক হাসান।
ছবিতে দেখা যায়, গা ভেজা ডালের উপর বসে থাকা প্যাঁচাটি ডানা মেলার প্রস্তুতিতে, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি আর দেহভঙ্গিমায় রাজকীয় স্থৈর্য। ঘন সবুজের ভেতরে বাদামী পালকে মোড়া এই নিশাচর পাখিটি যেন এক অনুপম দৃশ্যের অবতারণা করে। ছবির কবি আলোকচিত্রী তারিক হাসান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করছেন। তার ষবহং-এর ফ্রেমে এই ধরনের দৃশ্য ধরা পড়া শুধুই ভাগ্যের বিষয় নয়, বরং তার ধৈর্য, নিষ্ঠা ও গভীর পর্যবেক্ষণের ফল। ব্রাউন ফিশ ওউল বাংলাদেশের পাহাড়ি ও বনাঞ্চলে মাঝে মধ্যে দেখা গেলেও এত কাছ থেকে এবং এমন আবহাওয়ায় দেখা যাওয়া বেশ বিরল ঘটনা। এই প্যাঁচাটি সাধারণত নদী বা ছড়ার ধারে থাকে এবং মূলত মাছ ও ছোট স্তন্যপায়ী খেয়ে থাকে। আলোকচিত্রী তারিক হাসান শুধু ছবির শিল্পী নন, তিনি প্রকৃতির এক নিবেদিত গবেষক। তার ষবহং-এর মাধ্যমে আমরা যে সৌন্দর্য দেখি, তার পেছনে রয়েছে সময়ের বিনিয়োগ, মনের গভীরতা, আর প্রকৃতির প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃতিপ্রেমীদের মাঝে বেশ উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই এই অসাধারণ ছবির জন্য তারেক হাসানকে অভিনন্দন জানিয়েছেন।