রংপুর : এভাবেই নগরীর বেতপট্টি এলাকায় লক্ষ্মি জুয়েলার্সে স্বর্ণ লুট করে নিয়ে যাচ্ছে -সংবাদ
রংপুর নগরীর বেতপট্টি এলাকায় লক্ষ্মি জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে ৫ নারী অভিনব কায়দায় কোটি টাকার ১শ ভরিরও বেশী গহনা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি । গতকাল বুধবার গভীর রাতে মামলা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
দোকানের মালিক তিলক বসাক জানান, তিনি ও তার ছোট ভাই পুলক বসাক দুই ভাই সোনার দোকানের মালিক। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে ৩ নারী বোরখা পরে দোকানে আসে। তারা একটি সোনার রিং কেনে। এরপর আরও দুই নারী দোকানে আসে। এরপর তারা বিভিন্ন ধরনের গহনা দেখার জন্য পিড়াপিড়ি করে। একপর্যায়ে দোকানের দুটি বাক্সে থাকা ১শ’ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। ৫ নারী চলে যাবার পর দেখতে পান তাদের দুই বাক্সে রাখা গহনা নাই। বিষয়টি জানাজানি হলে বেতপট্টি এলাকায় গহনা মার্কেটসহ নগরজুড়ে তোলপাড় শুরু হয়। ব্যবসায়ী সমিতির নেতা সুমাইয়া জুয়েলার্সের মালিক শাহ আলম জানান, এর আগেও পাকিস্তানি দুই মহিলা পরিচয়ে দোকানে এসে গহনা মুখে গিলে নেয়। এছাড়াও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কিন্তু কোন পদক্ষেপ নেয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় রাতে মামলা দায়ের করেছে দোকানের মালিক তিলক বসাক। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫ নারীকে সনাক্ত করার চেষ্টা করছি।
রংপুর : এভাবেই নগরীর বেতপট্টি এলাকায় লক্ষ্মি জুয়েলার্সে স্বর্ণ লুট করে নিয়ে যাচ্ছে -সংবাদ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
রংপুর নগরীর বেতপট্টি এলাকায় লক্ষ্মি জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে ৫ নারী অভিনব কায়দায় কোটি টাকার ১শ ভরিরও বেশী গহনা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি । গতকাল বুধবার গভীর রাতে মামলা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
দোকানের মালিক তিলক বসাক জানান, তিনি ও তার ছোট ভাই পুলক বসাক দুই ভাই সোনার দোকানের মালিক। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে ৩ নারী বোরখা পরে দোকানে আসে। তারা একটি সোনার রিং কেনে। এরপর আরও দুই নারী দোকানে আসে। এরপর তারা বিভিন্ন ধরনের গহনা দেখার জন্য পিড়াপিড়ি করে। একপর্যায়ে দোকানের দুটি বাক্সে থাকা ১শ’ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। ৫ নারী চলে যাবার পর দেখতে পান তাদের দুই বাক্সে রাখা গহনা নাই। বিষয়টি জানাজানি হলে বেতপট্টি এলাকায় গহনা মার্কেটসহ নগরজুড়ে তোলপাড় শুরু হয়। ব্যবসায়ী সমিতির নেতা সুমাইয়া জুয়েলার্সের মালিক শাহ আলম জানান, এর আগেও পাকিস্তানি দুই মহিলা পরিচয়ে দোকানে এসে গহনা মুখে গিলে নেয়। এছাড়াও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কিন্তু কোন পদক্ষেপ নেয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় রাতে মামলা দায়ের করেছে দোকানের মালিক তিলক বসাক। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫ নারীকে সনাক্ত করার চেষ্টা করছি।