চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বম পার্টি নামে পরিচিত কেএনএফ এর সদস্য লাল প্লেং কিং বম ২০২৪ সালের জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ব্যাংক ডাকাতিসহ কয়েকটি মামলার এ আসামিকে ওই সময় বান্দরবান কারাগার থেকে সেখানে স্থানান্তর করা হয়েছিল। ২০২৪ সালের ৮ এপ্রিল বান্দরবানে গ্রেপ্তার করা হয় তাকে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন বলেন, আরও কয়েকজনসহ ৩০ বছর বয়সি লাল কিং কারাগারের ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন। সকালে ঘুম থেকে উঠে তিনি অসুস্থতাবোধ করেন।
“খিঁচুনি চলে আসায় কারারাক্ষীরা তাকে বের করে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়।”
শুক্রবার ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে লাল কিং বমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।
বান্দরবানের রুমায় ২০২৪ সালের ২ এপ্রিল সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর তাকে উদ্ধার করা হয়।
রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ দুটি ঘটনায় জড়িত কেএনএফের সশস্ত্র সদস্যরা, যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এর পর থেকে সেখানে কেএনএফ বিরোধী অভিযান চালিয়ে বম সম্প্রদায়ের বেশকিছু নারী পুরুষকে গ্রেপ্তারের খবর জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বম পার্টি নামে পরিচিত কেএনএফ এর সদস্য লাল প্লেং কিং বম ২০২৪ সালের জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ব্যাংক ডাকাতিসহ কয়েকটি মামলার এ আসামিকে ওই সময় বান্দরবান কারাগার থেকে সেখানে স্থানান্তর করা হয়েছিল। ২০২৪ সালের ৮ এপ্রিল বান্দরবানে গ্রেপ্তার করা হয় তাকে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন বলেন, আরও কয়েকজনসহ ৩০ বছর বয়সি লাল কিং কারাগারের ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন। সকালে ঘুম থেকে উঠে তিনি অসুস্থতাবোধ করেন।
“খিঁচুনি চলে আসায় কারারাক্ষীরা তাকে বের করে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়।”
শুক্রবার ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে লাল কিং বমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।
বান্দরবানের রুমায় ২০২৪ সালের ২ এপ্রিল সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর তাকে উদ্ধার করা হয়।
রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ দুটি ঘটনায় জড়িত কেএনএফের সশস্ত্র সদস্যরা, যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এর পর থেকে সেখানে কেএনএফ বিরোধী অভিযান চালিয়ে বম সম্প্রদায়ের বেশকিছু নারী পুরুষকে গ্রেপ্তারের খবর জানায় আইনশৃঙ্খলা বাহিনী।