দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে, যা ভারত থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার বিকেলে ঘাসুরিয়া সীমান্তের ধান ক্ষেতে কাজ করার সময় এক কৃষক পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি খুঁজে পান বলে জানিয়েছেন হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম। পরে রাতে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ ওই কৃষকের কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় কৃষক প্রফুল্ল সীমান্তে ধান ক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখেন এবং সেটি বাড়িতে নিয়ে যান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশের একটি দল ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিপিএস লেখা ড্রোনটি ভারতীয় সীমান্তে ওড়ানোর সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে।”
ড্রোনটি বর্তমানে হাকিমপুর থানায় রক্ষিত আছে এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে, যা ভারত থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার বিকেলে ঘাসুরিয়া সীমান্তের ধান ক্ষেতে কাজ করার সময় এক কৃষক পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি খুঁজে পান বলে জানিয়েছেন হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম। পরে রাতে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ ওই কৃষকের কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় কৃষক প্রফুল্ল সীমান্তে ধান ক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখেন এবং সেটি বাড়িতে নিয়ে যান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশের একটি দল ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিপিএস লেখা ড্রোনটি ভারতীয় সীমান্তে ওড়ানোর সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে।”
ড্রোনটি বর্তমানে হাকিমপুর থানায় রক্ষিত আছে এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।