ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ার কলোনী এলাকা থেকে পুলিশ গত শনিবার রাতে শ্রমিকলীগ বগুড়া শাখার সভাপতি আব্দুস সালাম (৬৮) ও ধুনট উপজেলা স্বেচ্চাসেবক লীগের সহসভাপতি মো. পিয়াস আহম্মেদ (৩২)কে গ্রেপ্তার করেছে। তারা দু’ জনই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার আসামী।
পুলিশ জানায় গত শনিবার রাতে কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বগুড়ার বনানী ফাঁড়ি পুলিশ এই অভিযান চালায়। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সুত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চালান হয়। কলোনী এলাকা থেকে আব্দুস সালাম এবং কলোনী সংলগ্ন তাজমা ফ্যাক্টরি এলাকা পিয়াসকে গ্রেপ্তার করে সদর থানায় নেয়া হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ার কলোনী এলাকা থেকে পুলিশ গত শনিবার রাতে শ্রমিকলীগ বগুড়া শাখার সভাপতি আব্দুস সালাম (৬৮) ও ধুনট উপজেলা স্বেচ্চাসেবক লীগের সহসভাপতি মো. পিয়াস আহম্মেদ (৩২)কে গ্রেপ্তার করেছে। তারা দু’ জনই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার আসামী।
পুলিশ জানায় গত শনিবার রাতে কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বগুড়ার বনানী ফাঁড়ি পুলিশ এই অভিযান চালায়। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সুত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চালান হয়। কলোনী এলাকা থেকে আব্দুস সালাম এবং কলোনী সংলগ্ন তাজমা ফ্যাক্টরি এলাকা পিয়াসকে গ্রেপ্তার করে সদর থানায় নেয়া হয়।