ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ছিনতাই করার সময় পুলিশ বিদেশী পিস্তলসহ মাহবুব খাঁন(৩২) নামে এক জনকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ২৩ মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। শাজাহানপুর পুলিশ জানায়, গত শনিবার রাতে দুটি ট্রাক পোলট্রি ফিড নিয়ে ফরিদপুরের টেকেহাটে যাচ্ছিল্ পথে বগুড়া-নাটোর মহাসড়কে রাত সাড়ে ১২ টার দিকে শাজাহানপুরের পারটেকুর এলাকার একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশের্^ দাড়ায়। অপর ট্রাকটির চালকও সাইড করে সেখানে তার ট্রাকটি দাড় করায়। এসময় মটরসাইকেল আসা ৩ জন ট্রাক চালকেদের ঘিরে ধরে পিস্তল উঁচিয়ে দু’জনের নিকট থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করে। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে ২ জন ছিনতাইকারী মটরসাইকেল নিয়ে পালিয়ে গেলে অন্যজন পালাতে না পেরে জমির ভিতর দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ছিনতাই করার সময় পুলিশ বিদেশী পিস্তলসহ মাহবুব খাঁন(৩২) নামে এক জনকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ২৩ মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। শাজাহানপুর পুলিশ জানায়, গত শনিবার রাতে দুটি ট্রাক পোলট্রি ফিড নিয়ে ফরিদপুরের টেকেহাটে যাচ্ছিল্ পথে বগুড়া-নাটোর মহাসড়কে রাত সাড়ে ১২ টার দিকে শাজাহানপুরের পারটেকুর এলাকার একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশের্^ দাড়ায়। অপর ট্রাকটির চালকও সাইড করে সেখানে তার ট্রাকটি দাড় করায়। এসময় মটরসাইকেল আসা ৩ জন ট্রাক চালকেদের ঘিরে ধরে পিস্তল উঁচিয়ে দু’জনের নিকট থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করে। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে ২ জন ছিনতাইকারী মটরসাইকেল নিয়ে পালিয়ে গেলে অন্যজন পালাতে না পেরে জমির ভিতর দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করে।