ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মাদক ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, প্রশাসন মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলবে। কে কোন দলের তা দেখার বিষয় নেই। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। এসবের বিরুদ্ধে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত এক সপ্তাহ কুষ্টিয়া শহর ঘুরে নানা অসঙ্গতি দেখেছেন বলে জানান নবাগত জেলা প্রশাসক। ডিসি বলেন, ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। এগুলো মুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত পথচারীদের সম্পত্তি। তা দোকানদারদের দখলে থাকতে পারে না।
গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে দেশ ও জনগণের স্বার্থে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করার পাশাপাশি দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
যানজট দূর করতে জেলার প্রাণকেন্দ্র মজমপুর গেট থেকে আন্তঃনগর বাস কাউন্টার শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে নেওয়ার দাবি উত্থাপন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ব্যাপারটা অসম্ভব নয়, তবে কঠিন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এ ছাড়া আগামী ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, ডিবিসি ও সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
মাদক ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, প্রশাসন মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলবে। কে কোন দলের তা দেখার বিষয় নেই। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। এসবের বিরুদ্ধে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত এক সপ্তাহ কুষ্টিয়া শহর ঘুরে নানা অসঙ্গতি দেখেছেন বলে জানান নবাগত জেলা প্রশাসক। ডিসি বলেন, ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। এগুলো মুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত পথচারীদের সম্পত্তি। তা দোকানদারদের দখলে থাকতে পারে না।
গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে দেশ ও জনগণের স্বার্থে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করার পাশাপাশি দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
যানজট দূর করতে জেলার প্রাণকেন্দ্র মজমপুর গেট থেকে আন্তঃনগর বাস কাউন্টার শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে নেওয়ার দাবি উত্থাপন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ব্যাপারটা অসম্ভব নয়, তবে কঠিন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এ ছাড়া আগামী ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, ডিবিসি ও সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।