পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কারপোভ ক্রিল (২৬), যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, শনিবার রাতে জিগাতলা এলাকার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর বিষয়টি কোম্পানির নিরাপত্তা কর্মকর্তাকে জানান। নিরাপত্তা কর্মকর্তা দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটের আরেক রাশিয়ান নাগরিক ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ক্রিলকে বিছানার ওপর উপুড় অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ব্রেন স্ট্রোকের কারণে তিনি মারা যেতে পারেন। কয়েক দিন আগে ক্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হবে।
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কারপোভ ক্রিল (২৬), যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, শনিবার রাতে জিগাতলা এলাকার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর বিষয়টি কোম্পানির নিরাপত্তা কর্মকর্তাকে জানান। নিরাপত্তা কর্মকর্তা দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটের আরেক রাশিয়ান নাগরিক ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ক্রিলকে বিছানার ওপর উপুড় অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ব্রেন স্ট্রোকের কারণে তিনি মারা যেতে পারেন। কয়েক দিন আগে ক্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হবে।