দুর্গাপূজা উপলক্ষে নিজ উপজেলা পলাশের বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শনে ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদক ‘আলতামাশ কবির -সংবাদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ উপজেলা পলাশের বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শনে যান ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদক ‘আলতামাশ কবির। গত শুক্রবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা, জিনারদী, চরসিন্দুর, ডাংগা ও গজারিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, খোঁজ-খবর এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন- সাংবাদিক কার্তিক চ্যাটার্জী, সাবেক কমিশনার নুরুল ইসলাম, সমাজসেবক শাহাজান, সংবাদের অ্যাকাউন্টস অফিসার বিধান দত্ত ও সংবাদের পলাশ (নরসিংদী) প্রতিনিধি এস কে দেবনাথ সমীরসহ সমাজের গুণীজনরা।
এ সময় সনাতনধর্মীরা পলাশের গর্ব ঘোড়াশাল জমিদার বাড়ির সন্তান ‘দৈনিক সংবাদ’ সম্পাদক আলতামাশ কবিরকে কাছে পেয়ে জয়ধ্বনি, করতালি ও ফুলের মালা দিয়ে সম্মানিত করেন এবং ফল-ফলাদি ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। প্রসঙ্গত, এ বছর পলাশে ৪১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। আজ পূজার সপ্তমী দিন। প্রতিটি মণ্ডপেই ভক্তদের উপচেপড়া ভিড়। প্রতিটি মণ্ডপে যেন শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে তার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আলতামাশ কবির বলেন- আমাদের পরিবার আগেও আপনাদের সঙ্গে ছিল, এখনও আছি, পরেও থাকবো। অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সর্বদা মিলেমিশে ছিলাম, এখনও রয়েছি, আগামীতেও থাকবো। প্রসঙ্গত দৈনিক ‘সংবাদ’ সম্পাদক আলতামাশ কবিরের বাবা দেশবরেণ্য সাংবাদিক, সর্বজন প্রিয়, বিজ্ঞ প্রগতিশীল রাজনীতি অসাম্প্রদায়িকতার স্তম্ভ, সারাদেশের গর্ব, সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবির (মনু মিয়া) একইভাবে দুর্গাপূজা পরিদর্শনে যেতেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন ও অনুদান দিতেন। যা এখনও সনাতন ধর্মাবলম্ব^ীরা স্মৃতিচারণ করেন। এবং পরে বাকি মণ্ডপেও সম্পাদক আলতামাশ কবির পরিদর্শনে যাবেন।
দুর্গাপূজা উপলক্ষে নিজ উপজেলা পলাশের বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শনে ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদক ‘আলতামাশ কবির -সংবাদ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ উপজেলা পলাশের বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শনে যান ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদক ‘আলতামাশ কবির। গত শুক্রবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা, জিনারদী, চরসিন্দুর, ডাংগা ও গজারিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, খোঁজ-খবর এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন- সাংবাদিক কার্তিক চ্যাটার্জী, সাবেক কমিশনার নুরুল ইসলাম, সমাজসেবক শাহাজান, সংবাদের অ্যাকাউন্টস অফিসার বিধান দত্ত ও সংবাদের পলাশ (নরসিংদী) প্রতিনিধি এস কে দেবনাথ সমীরসহ সমাজের গুণীজনরা।
এ সময় সনাতনধর্মীরা পলাশের গর্ব ঘোড়াশাল জমিদার বাড়ির সন্তান ‘দৈনিক সংবাদ’ সম্পাদক আলতামাশ কবিরকে কাছে পেয়ে জয়ধ্বনি, করতালি ও ফুলের মালা দিয়ে সম্মানিত করেন এবং ফল-ফলাদি ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। প্রসঙ্গত, এ বছর পলাশে ৪১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। আজ পূজার সপ্তমী দিন। প্রতিটি মণ্ডপেই ভক্তদের উপচেপড়া ভিড়। প্রতিটি মণ্ডপে যেন শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে তার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আলতামাশ কবির বলেন- আমাদের পরিবার আগেও আপনাদের সঙ্গে ছিল, এখনও আছি, পরেও থাকবো। অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সর্বদা মিলেমিশে ছিলাম, এখনও রয়েছি, আগামীতেও থাকবো। প্রসঙ্গত দৈনিক ‘সংবাদ’ সম্পাদক আলতামাশ কবিরের বাবা দেশবরেণ্য সাংবাদিক, সর্বজন প্রিয়, বিজ্ঞ প্রগতিশীল রাজনীতি অসাম্প্রদায়িকতার স্তম্ভ, সারাদেশের গর্ব, সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবির (মনু মিয়া) একইভাবে দুর্গাপূজা পরিদর্শনে যেতেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন ও অনুদান দিতেন। যা এখনও সনাতন ধর্মাবলম্ব^ীরা স্মৃতিচারণ করেন। এবং পরে বাকি মণ্ডপেও সম্পাদক আলতামাশ কবির পরিদর্শনে যাবেন।