বাগেরহাট শহরে চায়ের দোকানে বসা অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপির সাবেক এক নেতাকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর হাড়িখালীর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) পৌর বিএনপির কমিটির সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন যুবক হায়াত উদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
নিহত হায়াত উদ্দিন উত্তর হাড়িখালী এলাকার বাসিন্দা শেখ নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও পরিচয় দিতেন। সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। এর আগে তিনি স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
বাগেরহাট শহরে চায়ের দোকানে বসা অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপির সাবেক এক নেতাকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর হাড়িখালীর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) পৌর বিএনপির কমিটির সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন যুবক হায়াত উদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
নিহত হায়াত উদ্দিন উত্তর হাড়িখালী এলাকার বাসিন্দা শেখ নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও পরিচয় দিতেন। সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। এর আগে তিনি স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।