নরসিংদী : ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন -সংবাদ
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নরসিংদীর শিবপুরে স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন।
এ সময় বক্তব্য দেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শিবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাঈল ভূইয়া ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আল-আমীন ভূইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিশুর জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা দিয়ে থাকেন। টিকা দেওয়ার কাজটি টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এতে আমরা পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছি। নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল উন্নীতকরণসহ প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তাহলে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হবে।
নরসিংদী : ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন -সংবাদ
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নরসিংদীর শিবপুরে স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন।
এ সময় বক্তব্য দেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শিবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাঈল ভূইয়া ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আল-আমীন ভূইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিশুর জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা দিয়ে থাকেন। টিকা দেওয়ার কাজটি টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এতে আমরা পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছি। নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল উন্নীতকরণসহ প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তাহলে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হবে।