ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম উদ্দিন (৪০) নামে গণতান্ত্রিক যুবদলের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেলাশ্বর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন বেলাশ্বর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে। তিনি চান্দিনা পৌর এলডিপি গণতান্ত্রিক যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগতভাবে তিনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তার নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দেন চালক। চালক চলে যাওয়ার কিছুক্ষণ পর অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে হঠাৎ হর্ণ বাজতে থাকে। হর্ণ বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. আব্দুল ওয়াদুদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় জানান, রাতে এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। নাজিম একজন ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন দায়িত্বশীল, সদা হাস্যোজ্জ্বল ও কর্মঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, এই ঘটনা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম উদ্দিন (৪০) নামে গণতান্ত্রিক যুবদলের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেলাশ্বর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন বেলাশ্বর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে। তিনি চান্দিনা পৌর এলডিপি গণতান্ত্রিক যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগতভাবে তিনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তার নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দেন চালক। চালক চলে যাওয়ার কিছুক্ষণ পর অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে হঠাৎ হর্ণ বাজতে থাকে। হর্ণ বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. আব্দুল ওয়াদুদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় জানান, রাতে এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। নাজিম একজন ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন দায়িত্বশীল, সদা হাস্যোজ্জ্বল ও কর্মঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, এই ঘটনা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি।