শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংকের ওএসডি ও চাকরিচ্যুত কর্মকর্তারা -সংবাদ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের ওএসডি ও চাকরিচ্যুত কর্মকর্তারা।
শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় প্রথমে তারা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করেন। শেষে মহাসড়কে মিছিল করে তারা সেখানেই অবস্থান নেন। এ সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবরোধ করতে দেখা যায়। মহাসড়কে বসে হাইকোর্টের আদেশ অমান্য কেন, মুগ্ধ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার ভাই বেকার কেন, জবাব চাই জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সভায় ব্যাংকের নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
এতে মহাসড়কটিতে যান চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়তে হয় ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের। অবরোধের ফলে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়।
মানববন্ধনকারীরা জানান, এ অঞ্চলের ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে হতাশার মধ্যে রয়েছেন। চাকরিচ্যুতি, ওএসডি এবং শাস্তিমূলক বদলি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান তারা। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মানেনি। অবরোধকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চাকরিচ্যুতরা।
ইসলামী ব্যাংকের কর্মচারী আশরাফুল হক বলেন, আমরা বেতন পাচ্ছি না। আমাদের অফিসিয়াল আইডি ও অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছে। চাকরির আট বছর পর এসে মূল্যায়ন পরীক্ষা নেয়া মানে চাকরিচ্যুতি করার পর কেউ যাতে কর্তৃপক্ষকে কিছু বলতে না পারে সে পথ ক্লিয়ার করা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করি। বিষয়টি সংশ্লিষ্টদের অবগতি করা হবে এ আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংকের ওএসডি ও চাকরিচ্যুত কর্মকর্তারা -সংবাদ
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের ওএসডি ও চাকরিচ্যুত কর্মকর্তারা।
শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় প্রথমে তারা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করেন। শেষে মহাসড়কে মিছিল করে তারা সেখানেই অবস্থান নেন। এ সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবরোধ করতে দেখা যায়। মহাসড়কে বসে হাইকোর্টের আদেশ অমান্য কেন, মুগ্ধ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার ভাই বেকার কেন, জবাব চাই জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সভায় ব্যাংকের নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
এতে মহাসড়কটিতে যান চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়তে হয় ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের। অবরোধের ফলে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়।
মানববন্ধনকারীরা জানান, এ অঞ্চলের ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে হতাশার মধ্যে রয়েছেন। চাকরিচ্যুতি, ওএসডি এবং শাস্তিমূলক বদলি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান তারা। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মানেনি। অবরোধকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চাকরিচ্যুতরা।
ইসলামী ব্যাংকের কর্মচারী আশরাফুল হক বলেন, আমরা বেতন পাচ্ছি না। আমাদের অফিসিয়াল আইডি ও অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছে। চাকরির আট বছর পর এসে মূল্যায়ন পরীক্ষা নেয়া মানে চাকরিচ্যুতি করার পর কেউ যাতে কর্তৃপক্ষকে কিছু বলতে না পারে সে পথ ক্লিয়ার করা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করি। বিষয়টি সংশ্লিষ্টদের অবগতি করা হবে এ আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।