লালমাই (কুমিল্লা) : সড়কে বেহাল অবস্থা -সংবাদ
দীর্ঘ কয়েক বছর দরে বেহাল দশা অবস্থায় পরে আছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার থেকে বাঙ্গড্ডা পর্যন্ত সড়কটি। কুমিল্লা থেকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার যাওয়ার এই সড়কটি খুবই গুরুত্বর্পূণ। রাস্তায় খানাখন্দের কারণে চলাচলে অতষ্ঠি হয়ে পরেছেন, চালকও যাত্রীরা। এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন বহু মানুষ। কাঁচা মালের জন্য বিখ্যাত কুমিল্লার নিমশার বাজার থেকে মালামাল ক্রয় কিংবা দেশের যে কোন জায়গা থেকে পণ্যবাহী যানবাহন বাঙ্গড্ডা এলাকায় প্রবেশ করতে হলে এই সড়কটিই হচ্ছে সহজ উপায়।
একইতো খানা খন্দে যাতায়াত সমস্যা। আবার, সামান্য বৃষ্টি হলেই যাতায়াতে ঝুঁকি বেড়ে যায়। পানি নিষ্কাশনের কোন প্রকার ব্যবস্থা না থাকায়। সড়ক থাকে পানির নিচে। এই সমস্যার কারনে সড়ক দুর্ঘটনার কবলে পরে অনেকেই জীবনও হারিয়েছেন এই রোডে, এছাড়াও, চৌদ্দগ্রাম এলাকার পশ্চিম অংশের মানুষও এই আনঞ্চলিক মহাসড়কটি ব্যবহার করে থাকেন।
কথা হয় জাকির হোসনে নামক একজন পিকাপ চালকের সাথে সে বলে উঠলো প্রতিদিন ভোররাতে আমি বেপরীদের জন্য নিমশার বাজার থেকে কাঁচা মাল নিয়ে আসি কিন্তু এই পর্যন্ত দুই বার আমার পিকাপ ভ্যান উল্টে গছে। সড়কের গৈয়ারভাঙ্গা বাজার থেকে বাঙ্গড্ডা পর্যন্ত খুবই খারাপ অবস্থা। কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামত না করলে নিহতের সংখ্যা অনেক বাড়বে।
তাজুল ইসলাম নামক একজন শাহ আলী সুপার বাস ড্রাইবার বলেন, আমরা প্রতিদিন এই রোডে যাত্রী বহন করে থাকি কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়াতে সব সময় ঝুঁকিতে থাকতে হয়। দীর্ঘ সময় দরে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। মেরামত করা খুবই জরুরি।
বাংলা বাজারের একজন ব্যবসায়ী নাম শামছুজ্জামান বলেন, প্রতিদিন বাজারে দোকান খুলি রীতিমতো ব্যবসাও ভাল। কিন্তু সড়কের বেহাল দশার কারনে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতি অনিহা জন্মিছে। আগরে তুলনায় এখন আর ক্রেতা আসে না। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফসিার হিমাদ্রী খীসা বলেন, এটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রাস্তা বিধায় এই বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বাগমারা থেকে বাঙ্গড্ডা সড়কটি করার জন্য একটি প্রোগ্রাম আমরা মন্ত্রণালয়ে পাঠয়েছি আশা করি পাশ হয়ে আসলেই আমরা কাজটি করবো।
লালমাই (কুমিল্লা) : সড়কে বেহাল অবস্থা -সংবাদ
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
দীর্ঘ কয়েক বছর দরে বেহাল দশা অবস্থায় পরে আছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার থেকে বাঙ্গড্ডা পর্যন্ত সড়কটি। কুমিল্লা থেকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার যাওয়ার এই সড়কটি খুবই গুরুত্বর্পূণ। রাস্তায় খানাখন্দের কারণে চলাচলে অতষ্ঠি হয়ে পরেছেন, চালকও যাত্রীরা। এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন বহু মানুষ। কাঁচা মালের জন্য বিখ্যাত কুমিল্লার নিমশার বাজার থেকে মালামাল ক্রয় কিংবা দেশের যে কোন জায়গা থেকে পণ্যবাহী যানবাহন বাঙ্গড্ডা এলাকায় প্রবেশ করতে হলে এই সড়কটিই হচ্ছে সহজ উপায়।
একইতো খানা খন্দে যাতায়াত সমস্যা। আবার, সামান্য বৃষ্টি হলেই যাতায়াতে ঝুঁকি বেড়ে যায়। পানি নিষ্কাশনের কোন প্রকার ব্যবস্থা না থাকায়। সড়ক থাকে পানির নিচে। এই সমস্যার কারনে সড়ক দুর্ঘটনার কবলে পরে অনেকেই জীবনও হারিয়েছেন এই রোডে, এছাড়াও, চৌদ্দগ্রাম এলাকার পশ্চিম অংশের মানুষও এই আনঞ্চলিক মহাসড়কটি ব্যবহার করে থাকেন।
কথা হয় জাকির হোসনে নামক একজন পিকাপ চালকের সাথে সে বলে উঠলো প্রতিদিন ভোররাতে আমি বেপরীদের জন্য নিমশার বাজার থেকে কাঁচা মাল নিয়ে আসি কিন্তু এই পর্যন্ত দুই বার আমার পিকাপ ভ্যান উল্টে গছে। সড়কের গৈয়ারভাঙ্গা বাজার থেকে বাঙ্গড্ডা পর্যন্ত খুবই খারাপ অবস্থা। কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামত না করলে নিহতের সংখ্যা অনেক বাড়বে।
তাজুল ইসলাম নামক একজন শাহ আলী সুপার বাস ড্রাইবার বলেন, আমরা প্রতিদিন এই রোডে যাত্রী বহন করে থাকি কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়াতে সব সময় ঝুঁকিতে থাকতে হয়। দীর্ঘ সময় দরে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। মেরামত করা খুবই জরুরি।
বাংলা বাজারের একজন ব্যবসায়ী নাম শামছুজ্জামান বলেন, প্রতিদিন বাজারে দোকান খুলি রীতিমতো ব্যবসাও ভাল। কিন্তু সড়কের বেহাল দশার কারনে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতি অনিহা জন্মিছে। আগরে তুলনায় এখন আর ক্রেতা আসে না। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফসিার হিমাদ্রী খীসা বলেন, এটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রাস্তা বিধায় এই বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বাগমারা থেকে বাঙ্গড্ডা সড়কটি করার জন্য একটি প্রোগ্রাম আমরা মন্ত্রণালয়ে পাঠয়েছি আশা করি পাশ হয়ে আসলেই আমরা কাজটি করবো।