চাল বিতরণে অনিয়ম করায় ডিলাশশিপ বাতিল হয়েছে শরীয়তপুরের এক বিএনপি নেতার। একারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ডিলারশিপের মালিক নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপি সেই নেতা। হুমকি দিয়ে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে শরীয়তপুরের নড়িয়া থানা বা অন্যত্র যত মামলা হবে, সব মামলায় আসামি করা হবে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়কে।
আজ বুধবার সন্ধ্যায় ওই ঘটনার বিষয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান।
জিডি সূত্রে ও ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, আশিকুর রহমান হৃদয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার’র শরীয়তপুর জেলা প্রতিনিধি। তিনি গত ০৭ অক্টোবর বার্তা বাজার পত্রিকায় "চাউল বিতরণে অনিয়ম বিএনপি নেতার রোষানলে ইউএনও” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে বিএনপি নেতা সাগর ও সাগর ট্রেড ইন্টারন্যাশনালের সরকারি চাউল বিতরণের অনিয়মের খবর প্রকাশ পায়।
এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে সাংবাদিক আশিকুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন বিএনপি নেতা মতিউর রহমান। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘আমার চোখের সামনে পইড়েন, আমার কথা রেকর্ড কইরেন। আপনি আওয়ামী লীগ করেন আবার আমার বিরুদ্ধে নিউজ করেন। আওয়ামী লীগ করে বিএনপির পেছনে লাগছেন। নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়?’ একপর্যায়ে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে(ফেইসবুক) ওই সাংবাদিকের বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার হুমকি প্রদান করেন।
বিএনপি নেতা মতিউর রহমান সাগরের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক আশিকুর রহমান। এমন ঘটনার পর জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের পরামর্শে বিষয়টি নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী আশিকুর রহমান হৃদয়।
এবিষয়ে সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, ‘‘মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি থানায় জিডি করেছি। এখন দেখা যাক প্রশাসন কি উদ্যোগ নেয়। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।’’
বিষয়টি নিয়ে সাংবাদিককে হুমকি দেয়া নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামরুল হাসান বলেন, সাংবাদিককে হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল কাইয়ুম খান সংবাদকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ পেয়ে তা তদন্ত করে সত্যতা পাওয়া যায়। ওই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানোর পর খাদ্য অধিদপ্তর তার ডিলারশিপ বাতিল করেছে। এ নিয়ে ওই বিএনপি নেতা তার(ইউএনও) ওপর ক্ষুব্ধ হয়েছেন।
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
চাল বিতরণে অনিয়ম করায় ডিলাশশিপ বাতিল হয়েছে শরীয়তপুরের এক বিএনপি নেতার। একারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ডিলারশিপের মালিক নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপি সেই নেতা। হুমকি দিয়ে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে শরীয়তপুরের নড়িয়া থানা বা অন্যত্র যত মামলা হবে, সব মামলায় আসামি করা হবে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়কে।
আজ বুধবার সন্ধ্যায় ওই ঘটনার বিষয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান।
জিডি সূত্রে ও ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, আশিকুর রহমান হৃদয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার’র শরীয়তপুর জেলা প্রতিনিধি। তিনি গত ০৭ অক্টোবর বার্তা বাজার পত্রিকায় "চাউল বিতরণে অনিয়ম বিএনপি নেতার রোষানলে ইউএনও” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে বিএনপি নেতা সাগর ও সাগর ট্রেড ইন্টারন্যাশনালের সরকারি চাউল বিতরণের অনিয়মের খবর প্রকাশ পায়।
এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে সাংবাদিক আশিকুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন বিএনপি নেতা মতিউর রহমান। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘আমার চোখের সামনে পইড়েন, আমার কথা রেকর্ড কইরেন। আপনি আওয়ামী লীগ করেন আবার আমার বিরুদ্ধে নিউজ করেন। আওয়ামী লীগ করে বিএনপির পেছনে লাগছেন। নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়?’ একপর্যায়ে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে(ফেইসবুক) ওই সাংবাদিকের বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার হুমকি প্রদান করেন।
বিএনপি নেতা মতিউর রহমান সাগরের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক আশিকুর রহমান। এমন ঘটনার পর জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের পরামর্শে বিষয়টি নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী আশিকুর রহমান হৃদয়।
এবিষয়ে সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, ‘‘মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি থানায় জিডি করেছি। এখন দেখা যাক প্রশাসন কি উদ্যোগ নেয়। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।’’
বিষয়টি নিয়ে সাংবাদিককে হুমকি দেয়া নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামরুল হাসান বলেন, সাংবাদিককে হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল কাইয়ুম খান সংবাদকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ পেয়ে তা তদন্ত করে সত্যতা পাওয়া যায়। ওই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানোর পর খাদ্য অধিদপ্তর তার ডিলারশিপ বাতিল করেছে। এ নিয়ে ওই বিএনপি নেতা তার(ইউএনও) ওপর ক্ষুব্ধ হয়েছেন।