ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজীপুর মহানগরীতে আগুনে পুড়েছে ১৬টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা নেই। গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, গতকাল শনিবার রাত ১টার দিকে কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জিরানী বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১২ অক্টোবর ২০২৫
গাজীপুর মহানগরীতে আগুনে পুড়েছে ১৬টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা নেই। গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, গতকাল শনিবার রাত ১টার দিকে কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জিরানী বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন।