‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরও বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) বেলা সোয়া ১১টার দিকেও ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ধোঁয়ার পরিমাণ আগের চাইতে কমে গেছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের আলম ট্রেডার্স নামের রাসায়নিকের গুদামে আগুন লাগে। ওই আগুন বিপরীত পাশের চার তলা ভবনে থাকা একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার, সকালে দেখা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাসায়নিকের গুদামে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। গুদামে পানি ছিটিয়ে রাসায়নিক গলিয়ে বাইরে বের করে আনা হচ্ছে। পানিমিশ্রিত রাসায়নিক সড়ক দিয়ে নালায় নামছে। আর গুদামের ভেতর থেকে ফটক ও ছাউনি দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। তবে ধোঁয়ার পরিমাণ গত দুদিনের চাইতে কমে গেছে। রাসায়নিকের ঝাঁজালো গ্যাসের তীব্রতাও অনেকটাই কমে গেছে।
সকালেও দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। যাতায়াতের পথে অনেকেই কিছুক্ষণ থামছেন, দাঁড়িয়ে ঘটনাস্থলের দিকে তাকাচ্ছেন। শিয়ালবাড়ি শিল্প এলাকার দুর্ঘটনাস্থল ৩ নম্বর সড়ক ছাড়াও দুই পাশের ২ ও ৪ নম্বর সড়কের শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিয়ালবাড়ি শিল্প এলাকার ৪ নম্বর সড়ক দিয়ে গুদামের ঠিক পেছনে থাকা একটি বহুতল ভবনের পাঁচতলায় গিয়ে দেখা যায়, বিস্ফোরণে গুদামের টিনের ছাউনি লণ্ডভণ্ড হয়ে আছে। ভেতরে আগুনে পোড়া রাসায়নিকের স্তূপ। রাসায়নিকগুলো বস্তায় ও টিনের ড্রামে রয়েছে। গুদামের সিঁড়ি দিয়ে তিন তলার নিচের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, তারা গুদামের ভেতরের রাসায়নিক পানি দিয়ে ধীরে ধীরে বাইরে বের করে আনছেন। আর নির্ধারিত সময় অন্তর অন্তর ভেতরে গিয়ে পরিস্থিতি দেখে আসছেন। আপাতত এভাবেই অভিযান চালানো হচ্ছে।
‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা
আগুনে পুড়ে ১৬ জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম এবং ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত একজনের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, মামলায় যে দুইজনকে আসামি করা হয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক।
স্বজনদের ডিএনএ নমুনা নেবে সিআইডি
আগুনে পুড়ে নিহত ১৬ জনের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসব মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হয়। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সব মরদেহই ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকবে। রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক চিকিৎসকেরা ওই সব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন।
মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে সব দাবিদারের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডির ফরেনসিক ল্যাব। পোশাক কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনদের গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মালিবাগে সিআইডির ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ল্যাবের পরীক্ষক মাসুদ রাব্বি। রূপনগর থানার এসআই মোখলেছুর বলেন, বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত পর্যায়ক্রমে করা হবে। তিনি আরও বলেন, ডিএনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ৯ জন পুরুষ ও ৭ জন নারীর লাশ এখানে এসেছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।
অগ্নিকা-ের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে লাগা আগুনের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। শুক্রবার, এ কমিটির কথা জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ঢাকা জোন-২-এর সহকারী পরিচালক অতীশ চাকমা, মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল করিম চৌধুরী, ফায়ার সার্ভিস ঢাকা ২৩-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোহরাহ হোসেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফসির উদ্দিন এবং সদস্য সচিব ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
এর আগে গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে মিরপুরের অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, দায়দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকা- ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। পরে ১৬ জনের মরদেহ পোশাক কারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।
‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরও বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) বেলা সোয়া ১১টার দিকেও ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ধোঁয়ার পরিমাণ আগের চাইতে কমে গেছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের আলম ট্রেডার্স নামের রাসায়নিকের গুদামে আগুন লাগে। ওই আগুন বিপরীত পাশের চার তলা ভবনে থাকা একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার, সকালে দেখা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাসায়নিকের গুদামে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। গুদামে পানি ছিটিয়ে রাসায়নিক গলিয়ে বাইরে বের করে আনা হচ্ছে। পানিমিশ্রিত রাসায়নিক সড়ক দিয়ে নালায় নামছে। আর গুদামের ভেতর থেকে ফটক ও ছাউনি দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। তবে ধোঁয়ার পরিমাণ গত দুদিনের চাইতে কমে গেছে। রাসায়নিকের ঝাঁজালো গ্যাসের তীব্রতাও অনেকটাই কমে গেছে।
সকালেও দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। যাতায়াতের পথে অনেকেই কিছুক্ষণ থামছেন, দাঁড়িয়ে ঘটনাস্থলের দিকে তাকাচ্ছেন। শিয়ালবাড়ি শিল্প এলাকার দুর্ঘটনাস্থল ৩ নম্বর সড়ক ছাড়াও দুই পাশের ২ ও ৪ নম্বর সড়কের শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিয়ালবাড়ি শিল্প এলাকার ৪ নম্বর সড়ক দিয়ে গুদামের ঠিক পেছনে থাকা একটি বহুতল ভবনের পাঁচতলায় গিয়ে দেখা যায়, বিস্ফোরণে গুদামের টিনের ছাউনি লণ্ডভণ্ড হয়ে আছে। ভেতরে আগুনে পোড়া রাসায়নিকের স্তূপ। রাসায়নিকগুলো বস্তায় ও টিনের ড্রামে রয়েছে। গুদামের সিঁড়ি দিয়ে তিন তলার নিচের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, তারা গুদামের ভেতরের রাসায়নিক পানি দিয়ে ধীরে ধীরে বাইরে বের করে আনছেন। আর নির্ধারিত সময় অন্তর অন্তর ভেতরে গিয়ে পরিস্থিতি দেখে আসছেন। আপাতত এভাবেই অভিযান চালানো হচ্ছে।
‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা
আগুনে পুড়ে ১৬ জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম এবং ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত একজনের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, মামলায় যে দুইজনকে আসামি করা হয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক।
স্বজনদের ডিএনএ নমুনা নেবে সিআইডি
আগুনে পুড়ে নিহত ১৬ জনের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসব মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হয়। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সব মরদেহই ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকবে। রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক চিকিৎসকেরা ওই সব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন।
মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে সব দাবিদারের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডির ফরেনসিক ল্যাব। পোশাক কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনদের গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মালিবাগে সিআইডির ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ল্যাবের পরীক্ষক মাসুদ রাব্বি। রূপনগর থানার এসআই মোখলেছুর বলেন, বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত পর্যায়ক্রমে করা হবে। তিনি আরও বলেন, ডিএনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ৯ জন পুরুষ ও ৭ জন নারীর লাশ এখানে এসেছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।
অগ্নিকা-ের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে লাগা আগুনের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। শুক্রবার, এ কমিটির কথা জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ঢাকা জোন-২-এর সহকারী পরিচালক অতীশ চাকমা, মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল করিম চৌধুরী, ফায়ার সার্ভিস ঢাকা ২৩-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোহরাহ হোসেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফসির উদ্দিন এবং সদস্য সচিব ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
এর আগে গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে মিরপুরের অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, দায়দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকা- ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। পরে ১৬ জনের মরদেহ পোশাক কারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।