ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যশোরের কেশবপুরে পত্রিকায় খবর প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুশান্ত মল্লিককে পিটিয়ে মারাত্বক আহত করা হয়েছে। এঘটনায় ওই রাতেই পুলিশ জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়া, গতকাল শুক্রবার সকালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে এক জরুরী সভায় এঘটনার তীব্র নিন্দা ও অন্য আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকায় খবর প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য সুশান্ত মল্লিককে বেধড়ক মারপিট করে উপজেলার সরাপপুর গ্রামের মৃত গৌরচন্দ্র মল্লিকের ছেলে প্রদীপ মল্লিক, তার স্ত্রী মাধবী মল্লিকসহ কতিপয় ব্যক্তি। এতে তিনি বক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হন। ওই রাতেই পুলিশ প্রদীপ মল্লিক ও তার স্ত্রী মাধবী মল্লিকে আটক করে। এদিকে, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এক জরুরী সভা করা হয়। সভায় অবিলম্বে সাংবাদিক সুশান্ত মল্লিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এব্যাপারে পুলিশের এসআই শামীম হোসাইন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হওয়ার পর প্রদীপ মল্লিক ও তার স্ত্রী মাধবী মল্লিকে আটক করে জের হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
যশোরের কেশবপুরে পত্রিকায় খবর প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুশান্ত মল্লিককে পিটিয়ে মারাত্বক আহত করা হয়েছে। এঘটনায় ওই রাতেই পুলিশ জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়া, গতকাল শুক্রবার সকালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে এক জরুরী সভায় এঘটনার তীব্র নিন্দা ও অন্য আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকায় খবর প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য সুশান্ত মল্লিককে বেধড়ক মারপিট করে উপজেলার সরাপপুর গ্রামের মৃত গৌরচন্দ্র মল্লিকের ছেলে প্রদীপ মল্লিক, তার স্ত্রী মাধবী মল্লিকসহ কতিপয় ব্যক্তি। এতে তিনি বক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হন। ওই রাতেই পুলিশ প্রদীপ মল্লিক ও তার স্ত্রী মাধবী মল্লিকে আটক করে। এদিকে, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এক জরুরী সভা করা হয়। সভায় অবিলম্বে সাংবাদিক সুশান্ত মল্লিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এব্যাপারে পুলিশের এসআই শামীম হোসাইন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হওয়ার পর প্রদীপ মল্লিক ও তার স্ত্রী মাধবী মল্লিকে আটক করে জের হাজতে প্রেরণ করা হয়েছে।