ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নিষেধাজ্ঞা অমান্য করে রামগতির মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে ২ টি বড় মাছ ধরার ট্রলার ও ২ টি বরফ বোঝাই ট্রাক আটক উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ট্রলারগুলো কক্সবাজার থেকে ট্রাক যোগে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় আনুমানিক ১০ হাজার মিটার জাল, দুটি বড় ট্রলার, বরফবাহী ২ টি ট্রাক এবং একটি ট্রাক্টর আটক করা হয়েছে।
অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় আটককৃত নৌযান, মোটরযান এবং জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উপজেলা নির্বাহী অফিসার রামগতি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রামগতি আর্মি ক্যাম্পের সদস্যগণ, রামগতি থানা পুলিশ এবং নৌ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে অনুরুপ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
নিষেধাজ্ঞা অমান্য করে রামগতির মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে ২ টি বড় মাছ ধরার ট্রলার ও ২ টি বরফ বোঝাই ট্রাক আটক উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ট্রলারগুলো কক্সবাজার থেকে ট্রাক যোগে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় আনুমানিক ১০ হাজার মিটার জাল, দুটি বড় ট্রলার, বরফবাহী ২ টি ট্রাক এবং একটি ট্রাক্টর আটক করা হয়েছে।
অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় আটককৃত নৌযান, মোটরযান এবং জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উপজেলা নির্বাহী অফিসার রামগতি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রামগতি আর্মি ক্যাম্পের সদস্যগণ, রামগতি থানা পুলিশ এবং নৌ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে অনুরুপ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।