ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের মোংলায় থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাতে মোংলা পৌর শহরে অভিযান পরিচালনাকালে পুলিশ তাকে ইয়াবা সহ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার চেষ্টা করাকালে তাকে হাতে নাতে ইয়াবা সহ আটক করা হয়। জাহাঙ্গীর আলম মোংলা পৌর শহরের শেওলাবুনিয়া এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মোহাম্মদ আলী গ্রিকের ছেলে। মোহাম্মাদ আলী গ্রিক গত দুই মাস আগে প্রায় ২০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছিল। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান। অভিযানে মাদক সহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
বাগেরহাটের মোংলায় থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাতে মোংলা পৌর শহরে অভিযান পরিচালনাকালে পুলিশ তাকে ইয়াবা সহ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার চেষ্টা করাকালে তাকে হাতে নাতে ইয়াবা সহ আটক করা হয়। জাহাঙ্গীর আলম মোংলা পৌর শহরের শেওলাবুনিয়া এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মোহাম্মদ আলী গ্রিকের ছেলে। মোহাম্মাদ আলী গ্রিক গত দুই মাস আগে প্রায় ২০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছিল। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান। অভিযানে মাদক সহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।