চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া এক তরুণীর লাশের পরিচয় খুঁজছে পুলিশ।
শনিবার সকালে এক তরুণীকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী। পরে তারা সটকে পড়েন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দুই নারী তরুণীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন। পরে তারা ওই তরুণীকে রেখে উধাও হয়ে যায়।
“তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর হাসপাতালের কর্মীরা দুই নারীকে খুঁজতে থাকেন। তাদের কোনো হদিশ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়,” বলেন এসআই আশেক।
তিনি আরও জানান, আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর নাকে ফেনা ছিল। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই পুলিশ তার স্বজনদের খোঁজ করছে।
তরুণীর লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলেও বিকাল ৫টা পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি বলে জানান এসআই আশেক।
তরুণীর পরিচয় শনাক্ত করা গেলে পুলিশের সঙ্গে ০১৩২০০৫২২০৬ অথবা ০১৮৩০৭৩৬৯৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া এক তরুণীর লাশের পরিচয় খুঁজছে পুলিশ।
শনিবার সকালে এক তরুণীকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী। পরে তারা সটকে পড়েন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দুই নারী তরুণীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন। পরে তারা ওই তরুণীকে রেখে উধাও হয়ে যায়।
“তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর হাসপাতালের কর্মীরা দুই নারীকে খুঁজতে থাকেন। তাদের কোনো হদিশ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়,” বলেন এসআই আশেক।
তিনি আরও জানান, আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর নাকে ফেনা ছিল। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই পুলিশ তার স্বজনদের খোঁজ করছে।
তরুণীর লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলেও বিকাল ৫টা পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি বলে জানান এসআই আশেক।
তরুণীর পরিচয় শনাক্ত করা গেলে পুলিশের সঙ্গে ০১৩২০০৫২২০৬ অথবা ০১৮৩০৭৩৬৯৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।