এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ময়মনসিংহে গৌরীপুর পাবলিক কলেজ এবং ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে কেউ পাশ করে নাই। দু’প্রতিষ্ঠানে ৪৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২হাজার ৬৩৮জন। এরমধ্যে পাশ করেছে ১হাজার ৫৩জন। পাশের হার ৩৯.৯২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন।
গৌরীপুর সরকারি কলেজে পাশের চেয়ে ফেল বেশি। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১হাজার ৪৫১জন। পাশ করেছে ৬৫৮জন। ফেল করেছে ৭৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ১৬জন।
এছাড়াও পাশের হারের চেয়ে এবারও ফেলের হারে রেকর্ড করেছে গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, মোজাফর আলী ফকির স্কুল এন্ড কলেজ, হযরত শাহ সুফ (র.) টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুখুরিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুক্তিযোদ্ধা মিজাজখান কারিগরী স্কুল এন্ড বিএম কলেজ। গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ থেকে ৩৭১ অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে মাত্র ৬৮জন। ফেল করেছে ৩০৩জন। শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে ১২১জনের মধ্যে পাশ করেছে মাত্র ১৮জন। মোজাফফর আলী ফকির স্কুল এন্ড কলেজে ৪৭জনের মধ্যে মাত্র ৪শ পাশ করেছে। গৌরীপুর পাবলিক কলেজে ৪২জন ও ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৭জন পরীক্ষা অংশ নিলেও কেউ পাশ করেনি। কলেজ পর্যায়ে ২হাজার ৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৪৪জন। পাশের হার ৩৬.৪৮শতাংশ।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডে আলিম পরীক্ষার্থী ছিলো ১৫৫জন। পাশ করে ৬৯জন। জিপিএ-৫ পেয়েছে ৪জন। কারিগরী বোর্ডের অধিনে ৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪০ জন।
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ময়মনসিংহে গৌরীপুর পাবলিক কলেজ এবং ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে কেউ পাশ করে নাই। দু’প্রতিষ্ঠানে ৪৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২হাজার ৬৩৮জন। এরমধ্যে পাশ করেছে ১হাজার ৫৩জন। পাশের হার ৩৯.৯২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন।
গৌরীপুর সরকারি কলেজে পাশের চেয়ে ফেল বেশি। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১হাজার ৪৫১জন। পাশ করেছে ৬৫৮জন। ফেল করেছে ৭৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ১৬জন।
এছাড়াও পাশের হারের চেয়ে এবারও ফেলের হারে রেকর্ড করেছে গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, মোজাফর আলী ফকির স্কুল এন্ড কলেজ, হযরত শাহ সুফ (র.) টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুখুরিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুক্তিযোদ্ধা মিজাজখান কারিগরী স্কুল এন্ড বিএম কলেজ। গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ থেকে ৩৭১ অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে মাত্র ৬৮জন। ফেল করেছে ৩০৩জন। শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে ১২১জনের মধ্যে পাশ করেছে মাত্র ১৮জন। মোজাফফর আলী ফকির স্কুল এন্ড কলেজে ৪৭জনের মধ্যে মাত্র ৪শ পাশ করেছে। গৌরীপুর পাবলিক কলেজে ৪২জন ও ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৭জন পরীক্ষা অংশ নিলেও কেউ পাশ করেনি। কলেজ পর্যায়ে ২হাজার ৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৪৪জন। পাশের হার ৩৬.৪৮শতাংশ।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডে আলিম পরীক্ষার্থী ছিলো ১৫৫জন। পাশ করে ৬৯জন। জিপিএ-৫ পেয়েছে ৪জন। কারিগরী বোর্ডের অধিনে ৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪০ জন।