নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম গত ১০ অক্টোবর নিখোঁজ হয় এবং এর ৪দিন পর কাইকারটেক ব্রীজ এলাকা থেকে হাত পা বাধাঁ স্কচটেপ মোড়ানো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম পড়ালেখার পাশাপাশি একটি বার্গার রেস্টুরেন্টে কাজ করতো। রায়হান নামের এক ছেলেকে বিয়ে করে মোগরাপাড়া এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। কলহের জের ধরে তার স্বামী তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেয়। এই ঘটনায় স্বামী রায়হানকে গ্রেপ্তার করলে হত্যাকান্ডের দায় স্বীকার করে সে পুলিশ ও নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেয়। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেজন্য ও ঘাতক রায়হানের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ করছে সহপাঠীরা। এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে সোনারগাঁও সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে প্রায় ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কে ঢাকামূখী লেইনে যানজটের সৃস্টি হয়।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম গত ১০ অক্টোবর নিখোঁজ হয় এবং এর ৪দিন পর কাইকারটেক ব্রীজ এলাকা থেকে হাত পা বাধাঁ স্কচটেপ মোড়ানো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম পড়ালেখার পাশাপাশি একটি বার্গার রেস্টুরেন্টে কাজ করতো। রায়হান নামের এক ছেলেকে বিয়ে করে মোগরাপাড়া এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। কলহের জের ধরে তার স্বামী তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেয়। এই ঘটনায় স্বামী রায়হানকে গ্রেপ্তার করলে হত্যাকান্ডের দায় স্বীকার করে সে পুলিশ ও নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেয়। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেজন্য ও ঘাতক রায়হানের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ করছে সহপাঠীরা। এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে সোনারগাঁও সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে প্রায় ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কে ঢাকামূখী লেইনে যানজটের সৃস্টি হয়।