উলিপুর (কুড়িগ্রাম) : ভাইকে বাঁচাতে বোনদের ভিক্ষাবৃত্তি -সংবাদ
কুড়িগ্রামের উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুস তার অবুজ ছেলে ও ১০ বছরের মেয়ের জন্যই বাঁচাতে চায়। দিনমজুর ইউনুস (৩৫) দীর্ঘ এক বছর থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সমস্ত অর্জন শেষ করে ফেলেছে। বর্তমানে শুধু ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। ১ ছেলে ২ মেয়ের সংসার ইউনুসের। বড় মেয়ে ইশার বিয়ে দিয়েছে আড়াই বছর আগে। তার ছোট মেয়ে ইয়াসমিন এর বয়স ১০ বছর এবং একমাত্র ছোট ছেলে নূর হাবিবের বয়স মাত্র ৩ বছর। ক্যান্সারে আক্রন্ত হয়ে এক বছরের চিকিৎসায় সর্বশান্ত ইউনুস। শেষঅবধি ইউনুসকে বাঁচাতে ছয় বোন এখন বাড়ি বাড়ি ভিক্ষা করছে বলে জানায় প্রতিবেশীরা। রংপুর মেডিকেল এর ডাক্তার আব্দুল বাসেত জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তার ৩০ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। পরীক্ষা-নিরীক্ষার পর তার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব।
এই টাকা জোগাড় করতেই ইউনুসের ছয় বোন এখন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে বলে জানায় বোন আম্বিয়া, আনজু, লাইজু, লাভলী, লাবনী ও নাসিমা। বোন লাভলী সংবাদকে জানায় ৬ বোন একসাথে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভাইকে বাঁচানোর জন্য ভিক্ষা করে ৩০ কেজি চাল আর ৭২০ টাকা জোগাড় করেছি। পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন, সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা ছাড়া আমাদের একমাত্র ভাইকে বাঁচানো সম্ভব না। উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ধামশ্রেণী গ্রামেই ইউনুসের বাড়ি। ইউনুস দিনমজুরির কাজ করতো। বাড়িভিটার ৪ শতক জমি ছাড়া আর কোন জায়গা জমি নেই। একটি বর্গা নেয়া গরু ছিল। গরু বিক্রি করে চিকিৎসা করিয়েছে তার স্ত্রি নুরিমা বেগম। একমাত্র ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বাঁচাতে ছয় বোনের আকুতি সমাজের বিত্তবানদের প্রতি। সাহায্য পাঠাতে ইউনুসের বিকাশ নম্বর
উলিপুর (কুড়িগ্রাম) : ভাইকে বাঁচাতে বোনদের ভিক্ষাবৃত্তি -সংবাদ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুস তার অবুজ ছেলে ও ১০ বছরের মেয়ের জন্যই বাঁচাতে চায়। দিনমজুর ইউনুস (৩৫) দীর্ঘ এক বছর থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সমস্ত অর্জন শেষ করে ফেলেছে। বর্তমানে শুধু ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। ১ ছেলে ২ মেয়ের সংসার ইউনুসের। বড় মেয়ে ইশার বিয়ে দিয়েছে আড়াই বছর আগে। তার ছোট মেয়ে ইয়াসমিন এর বয়স ১০ বছর এবং একমাত্র ছোট ছেলে নূর হাবিবের বয়স মাত্র ৩ বছর। ক্যান্সারে আক্রন্ত হয়ে এক বছরের চিকিৎসায় সর্বশান্ত ইউনুস। শেষঅবধি ইউনুসকে বাঁচাতে ছয় বোন এখন বাড়ি বাড়ি ভিক্ষা করছে বলে জানায় প্রতিবেশীরা। রংপুর মেডিকেল এর ডাক্তার আব্দুল বাসেত জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তার ৩০ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। পরীক্ষা-নিরীক্ষার পর তার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব।
এই টাকা জোগাড় করতেই ইউনুসের ছয় বোন এখন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে বলে জানায় বোন আম্বিয়া, আনজু, লাইজু, লাভলী, লাবনী ও নাসিমা। বোন লাভলী সংবাদকে জানায় ৬ বোন একসাথে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভাইকে বাঁচানোর জন্য ভিক্ষা করে ৩০ কেজি চাল আর ৭২০ টাকা জোগাড় করেছি। পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন, সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা ছাড়া আমাদের একমাত্র ভাইকে বাঁচানো সম্ভব না। উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ধামশ্রেণী গ্রামেই ইউনুসের বাড়ি। ইউনুস দিনমজুরির কাজ করতো। বাড়িভিটার ৪ শতক জমি ছাড়া আর কোন জায়গা জমি নেই। একটি বর্গা নেয়া গরু ছিল। গরু বিক্রি করে চিকিৎসা করিয়েছে তার স্ত্রি নুরিমা বেগম। একমাত্র ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বাঁচাতে ছয় বোনের আকুতি সমাজের বিত্তবানদের প্রতি। সাহায্য পাঠাতে ইউনুসের বিকাশ নম্বর