ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীর ১৩নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে নগরীর ২নং গেইট এলাকার একটি রেস্তোরা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান সাহেদ ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের পুত্র।
জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলা রয়েছে। এবিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিষয়টি পাঁচলাইশ থানা দেখছে। সেখান থেকে তাকে আদালতে প্রেরণ করা হবে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবো। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো আমাদের কাছে কোন তথ্য নেই।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীর ১৩নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে নগরীর ২নং গেইট এলাকার একটি রেস্তোরা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান সাহেদ ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের পুত্র।
জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলা রয়েছে। এবিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিষয়টি পাঁচলাইশ থানা দেখছে। সেখান থেকে তাকে আদালতে প্রেরণ করা হবে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবো। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো আমাদের কাছে কোন তথ্য নেই।