সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে পণ্য আদান–প্রদান বন্ধ হয়ে যায়। তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান জানান, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, প্রতিবছরের মতো এবারও কালীপূজাকে কেন্দ্র করে ভারতীয় ব্যবসায়ীরা তিন দিনের জন্য বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলছে।
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে পণ্য আদান–প্রদান বন্ধ হয়ে যায়। তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান জানান, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, প্রতিবছরের মতো এবারও কালীপূজাকে কেন্দ্র করে ভারতীয় ব্যবসায়ীরা তিন দিনের জন্য বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলছে।