ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী গ্রামীণ লোকজ ঐতিহ্যের অন্যতম বিনোদনমূলক আয়োজন ঝাঁপান খেলা। গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই খেলা ঘিরে ভৈরবা বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ঐতিহ্যের এই ব্যতিক্রমী খেলাটি উপভোগ করতে ভিড় জমায়।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন ভৈরবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের বিনোদনের জন্যই এই ঝাঁপান খেলার আয়োজন করা হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঁচজন খ্যাতনামা সাপুড়ে ঝিনাইদহের লিটন ও সোহেল আহমেদ, মাগুরার সাগর হোসেন, চুয়াডাঙ্গার একমাত্র নারী সাপুড়ে বৃষ্টি ও শৈলকূপার সবুজ সাপুড়ে। ওস্তাদ লিটনের নেতৃত্বে তারা সাপ ধরা, নিয়ন্ত্রণ ও নানা রোমাঞ্চকর প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেন। প্রাণঘাতী বিষধর সাপের সাথে দক্ষতা ও সাহসিকতার সমন্বয়ে তাদের প্রদর্শনীতে দর্শকদের মধ্যে তৈরি হয় এক অন্যরকম উত্তেজনা ও উচ্ছ্বাস। দিন শেষে শ্রেষ্ঠ সাপুড়ে নির্বাচিত হন ঝিনাইদহের লিটন, যাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন আয়োজক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল গেমসসহ অপ্রয়োজনীয় কাজে
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী গ্রামীণ লোকজ ঐতিহ্যের অন্যতম বিনোদনমূলক আয়োজন ঝাঁপান খেলা। গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই খেলা ঘিরে ভৈরবা বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ঐতিহ্যের এই ব্যতিক্রমী খেলাটি উপভোগ করতে ভিড় জমায়।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন ভৈরবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের বিনোদনের জন্যই এই ঝাঁপান খেলার আয়োজন করা হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঁচজন খ্যাতনামা সাপুড়ে ঝিনাইদহের লিটন ও সোহেল আহমেদ, মাগুরার সাগর হোসেন, চুয়াডাঙ্গার একমাত্র নারী সাপুড়ে বৃষ্টি ও শৈলকূপার সবুজ সাপুড়ে। ওস্তাদ লিটনের নেতৃত্বে তারা সাপ ধরা, নিয়ন্ত্রণ ও নানা রোমাঞ্চকর প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেন। প্রাণঘাতী বিষধর সাপের সাথে দক্ষতা ও সাহসিকতার সমন্বয়ে তাদের প্রদর্শনীতে দর্শকদের মধ্যে তৈরি হয় এক অন্যরকম উত্তেজনা ও উচ্ছ্বাস। দিন শেষে শ্রেষ্ঠ সাপুড়ে নির্বাচিত হন ঝিনাইদহের লিটন, যাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন আয়োজক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল গেমসসহ অপ্রয়োজনীয় কাজে