খাদ্য অধিদপ্তরের আওতায় স্বল্প মূল্যের ওএমএস-এর আটা কিনতে নির্ধারিত দিনে ভোর থেকে বৃদ্ধা নারী ও পুরুষসহ গৃহবধূরা দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তবে তাদের অধিকাংশই আটা না পেয়ে খালি হাতে হতাশা ও ক্ষোভ নিয়েই ফিরে যান। চাহিদার চেয়ে যোগান কম থাকায় এই ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মাকসুদ হোসেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি বরাদ্দে একজন ব্যক্তির কাছে ১২০ টাকায় ৫ কেজি আটা বিক্রি করা হয়। তিনটি স্থান থেকে প্রতিদিন এক টন আটা বিক্রি করা হয়। তাতে ২০০ জন ব্যক্তি এই সুযোগ নিতে পারেন। যা চাহিদার তুলনায় নগণ্য বলছেন সংশ্লিষ্টরা।
গত রোববার সকাল নয়টার দিকে সাটুরিয়া সদরের চর সাটুরিয়ায় রেজা এন্টারপ্রাইজের বিতরণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, আটা কিনতে ভোর থেকেই বৃদ্ধা নারী, পুরুষ এবং গৃহবধুরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ডিলারের লোকজন একজন একজন করে আটা দিচ্ছেন। ভিড় ঠেলে অনেকে আটা কিনছেন। তবে অনেককেই খালি হাতে ফিরে যেতে দেখা যায়।
উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের ৬৫ বছর বয়স্ক মো. সোনা মিয়া বলেন, ‘অনেক ভোর থেকে আজ বসে আছি আটা নেয়ার জন্য। গতকাল প্রায় তিন ঘণ্টা বসে থেকে আটা পাই নাই। আজকেও পাবো কিনা আল্লাহ জানেন।’
কথা হয় উপজেলার বালিয়াটি ইউনিয়নের চরপাড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা মারজিনার সঙ্গে। তিনি বলেন, ‘আমি অনেক গরিব মানুষ। সেজন্য এই আটা নিতে আইছি। কিন্তু পাঁচদিন ঘুরে এক কেজি আটাও পাই নাই।’ সেলিনা নামের এক নারী বলেন, ‘সেই ফজর নামাজ পড়ে ভোরে এসে বসে থেকে আজ আটা পেয়ে ভালো লাগছে। কিন্তু আমার পরে যারা আইয়েছে তারা আটা পায় নাই বলে খারাপ লাগতেছে।’
ওএমএস ডিলার রেজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.মহিউদ্দিন রেজা বলেন, ‘আমি সপ্তাহে তিন-চার দিন প্রতিদিন ৫০০ কেজি করে আটা পাই। যা ১০০ জনের মধ্যে বিতরণ করতে পারি। কিন্তু আমার ডিলার পয়েন্টের সামনে প্রতিদিন ২০০-২৫০ জনের বেশি মানুষ আসে আটা নেয়ার জন্য। মাঝে মধ্যে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। প্রতিদিন এক টন করে আটা বরাদ্দ পেলে এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন বলেন, এই ডিলারের সরকারি বরাদ্দ মাত্র ৫০০ কেজি যা ১০০ জনের মধ্যে ৫ কেজি করে বিতরণ করা হয়। চাহিদার তুলনায় খুবই কম বলে জানান তিনি।
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
খাদ্য অধিদপ্তরের আওতায় স্বল্প মূল্যের ওএমএস-এর আটা কিনতে নির্ধারিত দিনে ভোর থেকে বৃদ্ধা নারী ও পুরুষসহ গৃহবধূরা দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তবে তাদের অধিকাংশই আটা না পেয়ে খালি হাতে হতাশা ও ক্ষোভ নিয়েই ফিরে যান। চাহিদার চেয়ে যোগান কম থাকায় এই ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মাকসুদ হোসেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি বরাদ্দে একজন ব্যক্তির কাছে ১২০ টাকায় ৫ কেজি আটা বিক্রি করা হয়। তিনটি স্থান থেকে প্রতিদিন এক টন আটা বিক্রি করা হয়। তাতে ২০০ জন ব্যক্তি এই সুযোগ নিতে পারেন। যা চাহিদার তুলনায় নগণ্য বলছেন সংশ্লিষ্টরা।
গত রোববার সকাল নয়টার দিকে সাটুরিয়া সদরের চর সাটুরিয়ায় রেজা এন্টারপ্রাইজের বিতরণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, আটা কিনতে ভোর থেকেই বৃদ্ধা নারী, পুরুষ এবং গৃহবধুরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ডিলারের লোকজন একজন একজন করে আটা দিচ্ছেন। ভিড় ঠেলে অনেকে আটা কিনছেন। তবে অনেককেই খালি হাতে ফিরে যেতে দেখা যায়।
উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের ৬৫ বছর বয়স্ক মো. সোনা মিয়া বলেন, ‘অনেক ভোর থেকে আজ বসে আছি আটা নেয়ার জন্য। গতকাল প্রায় তিন ঘণ্টা বসে থেকে আটা পাই নাই। আজকেও পাবো কিনা আল্লাহ জানেন।’
কথা হয় উপজেলার বালিয়াটি ইউনিয়নের চরপাড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা মারজিনার সঙ্গে। তিনি বলেন, ‘আমি অনেক গরিব মানুষ। সেজন্য এই আটা নিতে আইছি। কিন্তু পাঁচদিন ঘুরে এক কেজি আটাও পাই নাই।’ সেলিনা নামের এক নারী বলেন, ‘সেই ফজর নামাজ পড়ে ভোরে এসে বসে থেকে আজ আটা পেয়ে ভালো লাগছে। কিন্তু আমার পরে যারা আইয়েছে তারা আটা পায় নাই বলে খারাপ লাগতেছে।’
ওএমএস ডিলার রেজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.মহিউদ্দিন রেজা বলেন, ‘আমি সপ্তাহে তিন-চার দিন প্রতিদিন ৫০০ কেজি করে আটা পাই। যা ১০০ জনের মধ্যে বিতরণ করতে পারি। কিন্তু আমার ডিলার পয়েন্টের সামনে প্রতিদিন ২০০-২৫০ জনের বেশি মানুষ আসে আটা নেয়ার জন্য। মাঝে মধ্যে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। প্রতিদিন এক টন করে আটা বরাদ্দ পেলে এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন বলেন, এই ডিলারের সরকারি বরাদ্দ মাত্র ৫০০ কেজি যা ১০০ জনের মধ্যে ৫ কেজি করে বিতরণ করা হয়। চাহিদার তুলনায় খুবই কম বলে জানান তিনি।
