সাভারের আশুলিয়ায় ‘গুলির শব্দ শুনে’ অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র ও মাদক মামলায় তাদের শুক্রবার, (৩১ অক্টোবর ২০২৫) কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মাহফুজুর রহমান।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- অভিনেতা মন্টুর ছেলে মেহেদী হাসান ওরফে মিথুন, তার বন্ধু মাসুমা আক্তার রিয়া, জাহিদুল আলম ও মোজাম্মেল ভূঁইয়া। আগামী সোমবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বাহাজ উদ্দিন।
তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় মিথুনের সাতদিন এবং মাদক মামলায় তার তিন সহযোগীর পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শেখ মো. মাসুদ আল মামুন। তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হননি। এজন্য আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার, সকালে যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিন গভীর রাতে গাজীরচট এলাকায় ‘কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়’। এ ঘটনায় অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।
যৌথবাহিনী বলেছে, সেখান থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার দেশীয় মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অস্ত্র ও মাদক (দুটি) মামলা করেছে। দুই মামলায় মিথুনকে আসামি করা হয়েছে। তবে তার তিন বন্ধু শুধুমাত্র মাদক মামলার আসামি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
সাভারের আশুলিয়ায় ‘গুলির শব্দ শুনে’ অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র ও মাদক মামলায় তাদের শুক্রবার, (৩১ অক্টোবর ২০২৫) কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মাহফুজুর রহমান।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- অভিনেতা মন্টুর ছেলে মেহেদী হাসান ওরফে মিথুন, তার বন্ধু মাসুমা আক্তার রিয়া, জাহিদুল আলম ও মোজাম্মেল ভূঁইয়া। আগামী সোমবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বাহাজ উদ্দিন।
তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় মিথুনের সাতদিন এবং মাদক মামলায় তার তিন সহযোগীর পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শেখ মো. মাসুদ আল মামুন। তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হননি। এজন্য আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার, সকালে যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিন গভীর রাতে গাজীরচট এলাকায় ‘কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়’। এ ঘটনায় অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।
যৌথবাহিনী বলেছে, সেখান থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার দেশীয় মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অস্ত্র ও মাদক (দুটি) মামলা করেছে। দুই মামলায় মিথুনকে আসামি করা হয়েছে। তবে তার তিন বন্ধু শুধুমাত্র মাদক মামলার আসামি।