ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের রামপালের খুলনা-মোংলা মহাসড়কে ৩ দিনের ব্যবধানে আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। গতকাল শুক্রবার বিকালে ওই সড়কের তেতুলিয়া ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত বাসযাত্রীদের মধ্যে ২ জনকে মারাত্বক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মিস্ত্রী পাড়ার রবিন (৫০) ও খুলনা জেলার রূপসা উপজেলার বেলফুলিয়া গ্রামের ইসমাইল মোড়ল (৩৫)। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ, রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার কাজ করে। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে মোংলা থেকে খুলনাগামী (খুলনা মেট্রো জ-০৫-০০৩) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রামপাল তেতুলিয়া ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল মুখোমুখি হয়। ওই সময় বাস চালক সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক পাশের গাছে সাথে লাগিয়ে দিলে বাসটি উল্টে যায়। বাসে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন জেরিনা বেগম (২৫), গাউস শেখ (৬৫), মল্লিকা বিশ্বাস (৬০), রত্না বিশ্বাস (৩৫), সজল রায় (৪০), রাখি মনি (২৪), সালেহা বেগম (৬০), গুরুদাসী মন্ডল (৬৫), সুব্রত মিস্ত্রি ((৩৫) ও অপর একজন অজ্ঞাতনামা পুরুষ। আহতদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। নিহত দুজনের লাশ রামপাল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। উল্লেখ্য, গত ৪ দিন পূর্বে ওই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন বিএনপি কর্মী নিহত হন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
বাগেরহাটের রামপালের খুলনা-মোংলা মহাসড়কে ৩ দিনের ব্যবধানে আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। গতকাল শুক্রবার বিকালে ওই সড়কের তেতুলিয়া ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত বাসযাত্রীদের মধ্যে ২ জনকে মারাত্বক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মিস্ত্রী পাড়ার রবিন (৫০) ও খুলনা জেলার রূপসা উপজেলার বেলফুলিয়া গ্রামের ইসমাইল মোড়ল (৩৫)। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ, রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার কাজ করে। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে মোংলা থেকে খুলনাগামী (খুলনা মেট্রো জ-০৫-০০৩) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রামপাল তেতুলিয়া ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল মুখোমুখি হয়। ওই সময় বাস চালক সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক পাশের গাছে সাথে লাগিয়ে দিলে বাসটি উল্টে যায়। বাসে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন জেরিনা বেগম (২৫), গাউস শেখ (৬৫), মল্লিকা বিশ্বাস (৬০), রত্না বিশ্বাস (৩৫), সজল রায় (৪০), রাখি মনি (২৪), সালেহা বেগম (৬০), গুরুদাসী মন্ডল (৬৫), সুব্রত মিস্ত্রি ((৩৫) ও অপর একজন অজ্ঞাতনামা পুরুষ। আহতদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। নিহত দুজনের লাশ রামপাল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। উল্লেখ্য, গত ৪ দিন পূর্বে ওই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন বিএনপি কর্মী নিহত হন।