ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েটি স্থানে হাতবোমা বিস্ফোরণ, কাভার্ড ভ্যান, বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। তবে আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। এছাড়াও রাজধানী ঢাকাসহ চার জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, বগুড়ায় আগুন
মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা ‘আওয়ামী লীগের’
‘ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা’, আ’লীগের ৪৪নেতাকর্মী আটক
ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
রাজধানীসহ বিভিন্ন জায়গায় হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন
রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেয়া হয় গতকাল শনিবার রাতে। তিনি বলেন, ‘রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে ভোর পৌনে ৪টার দিকে আগুন দেয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সন্ধ্যার পর যেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ভাবে তা নিভিয়ে ফেলাও হয়। আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আগারগাঁওয়ের দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে হাতিরঝিল এবং শাহবাগ থানা জানিয়েছে।
সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানিয়েছেন।
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়া হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। ‘পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।’
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক রোববার দুপুরে বলেন, গতকাল শনিবার রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের বারাতোপা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর থানা এবং মাওনা পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন
বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানার ওসি মইন উদ্দিন জানান, গতকাল শনিবার গবীর রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়নি। ওসি বলেন, গতকাল শনিবার রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের হাতে আসা ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন। ‘এ সময় তার পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন।’
মাদারীপুরে চার ঘণ্টা যান চলাচল বন্ধ
আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের ডাসারে একাধিক গাছ কেটে সড়কে ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার ভোর ৬টা থেকে থেকে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা ‘আওয়ামী লীগের’
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৩টার উপজেলার গোপালপুর বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা করে। ‘এ সময় সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং গাছ পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।’
আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী আটক
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান।
টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার
আমাদের গাজীপুর জেলা বার্তা পরিবেশক জানান, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পেট্রোল বোমা এবং মাম পানির বোতল ভর্তি পেট্রোল। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছিল।
ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেয়া হয়েছে। এসব এলাকায় ‘সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ বিজিবি দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার রায় ঘোষণা হবে আজ। এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েটি স্থানে হাতবোমা বিস্ফোরণ, কাভার্ড ভ্যান, বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। তবে আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। এছাড়াও রাজধানী ঢাকাসহ চার জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, বগুড়ায় আগুন
মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা ‘আওয়ামী লীগের’
‘ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা’, আ’লীগের ৪৪নেতাকর্মী আটক
ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
রাজধানীসহ বিভিন্ন জায়গায় হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন
রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেয়া হয় গতকাল শনিবার রাতে। তিনি বলেন, ‘রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে ভোর পৌনে ৪টার দিকে আগুন দেয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সন্ধ্যার পর যেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ভাবে তা নিভিয়ে ফেলাও হয়। আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আগারগাঁওয়ের দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে হাতিরঝিল এবং শাহবাগ থানা জানিয়েছে।
সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানিয়েছেন।
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়া হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। ‘পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।’
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক রোববার দুপুরে বলেন, গতকাল শনিবার রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের বারাতোপা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর থানা এবং মাওনা পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন
বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানার ওসি মইন উদ্দিন জানান, গতকাল শনিবার গবীর রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়নি। ওসি বলেন, গতকাল শনিবার রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের হাতে আসা ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন। ‘এ সময় তার পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন।’
মাদারীপুরে চার ঘণ্টা যান চলাচল বন্ধ
আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের ডাসারে একাধিক গাছ কেটে সড়কে ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার ভোর ৬টা থেকে থেকে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা ‘আওয়ামী লীগের’
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৩টার উপজেলার গোপালপুর বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা করে। ‘এ সময় সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং গাছ পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।’
আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী আটক
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান।
টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার
আমাদের গাজীপুর জেলা বার্তা পরিবেশক জানান, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পেট্রোল বোমা এবং মাম পানির বোতল ভর্তি পেট্রোল। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছিল।
ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেয়া হয়েছে। এসব এলাকায় ‘সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ বিজিবি দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার রায় ঘোষণা হবে আজ। এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে।