ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মানিকগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাব্বি।
গতকাল রোববার রাত ৯টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে শহরের বাসস্ট্যান্ড, ইউনাইটেড হাসপাতাল এলাকা ও সাটুরিয়ার গোলড়া হাইওয়ে থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাত ৯টা ৫৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক । এরপর রাত ১০টা ২০ মিনিটে শহরের ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর সাটুরিয়ার গোলড়া হাইওয়ে থানার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন দুই রিকশা চালক সাগর (১৭)ও নবীর হোসেন (৫২)।সাগরের বাড়ি মানিকগঞ্জের পৌরসভার বান্দুটিয়া এলাকায় আর নবীর হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
ঘটনার পরপরই পুলিশ বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করে। এ সময় সন্দেহভাজন হিসেবে একটি পিকআপ ভ্যানের চালক, তার সহযোগী এবং পরে পিকআপের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এদিকে চলতি মাসে জেলার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বেশ কয়েকটি ঘটনার পর নতুন করে এই সিরিজ বিস্ফোরণে উদ্বেগ বেড়েছে।
গত ১৩ নভেম্বর গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এতে বাসচালক তাজেস খান দগ্ধ হন। এর আগের দিন ১২ নভেম্বর রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলন্ত পিকআপ ভ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়।
এ ছাড়া ৮ নভেম্বর রাতে শিবালয়ের উথুলী মোড়ে সারমানো সিএনজি স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সাটুরিয়ার দরগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাব্বি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাব্বি।
গতকাল রোববার রাত ৯টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে শহরের বাসস্ট্যান্ড, ইউনাইটেড হাসপাতাল এলাকা ও সাটুরিয়ার গোলড়া হাইওয়ে থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাত ৯টা ৫৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক । এরপর রাত ১০টা ২০ মিনিটে শহরের ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর সাটুরিয়ার গোলড়া হাইওয়ে থানার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন দুই রিকশা চালক সাগর (১৭)ও নবীর হোসেন (৫২)।সাগরের বাড়ি মানিকগঞ্জের পৌরসভার বান্দুটিয়া এলাকায় আর নবীর হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
ঘটনার পরপরই পুলিশ বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করে। এ সময় সন্দেহভাজন হিসেবে একটি পিকআপ ভ্যানের চালক, তার সহযোগী এবং পরে পিকআপের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এদিকে চলতি মাসে জেলার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বেশ কয়েকটি ঘটনার পর নতুন করে এই সিরিজ বিস্ফোরণে উদ্বেগ বেড়েছে।
গত ১৩ নভেম্বর গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এতে বাসচালক তাজেস খান দগ্ধ হন। এর আগের দিন ১২ নভেম্বর রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলন্ত পিকআপ ভ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়।
এ ছাড়া ৮ নভেম্বর রাতে শিবালয়ের উথুলী মোড়ে সারমানো সিএনজি স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সাটুরিয়ার দরগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাব্বি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।