ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন একটি উপজেলা গঠনের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নাটুয়ারপাড়া- পানাগাড়ি সড়কে আয়োজিত এই সমাবেশ ও মানববন্ধনে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এ আয়োজনের উদ্যোগ নেয় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’। প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের দাবিতে সোচ্চার ইউনিয়গুলো হলো নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর।
সমাবেশে অংশগ্রহণকারীরা “সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি তুলি’, ‘ছয় ইউনিয়ন বাসীর এক চাওয়া, যমুনা হবে উপজেলা’ বলে শ্লোগান দেন। সমাবেশে যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “চরাঞ্চলের ছয় ইউনিয়ন বহুদিন ধরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন। এরফলে এ অঞ্চলের মানুষ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত দিক থেকে নানা বঞ্চনার শিকার। এ তল্লাটের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতেই নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে। নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, নদীর ওপারের এলাকার প্রায় দুই লাখ মানুষ উন্নয়ন সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছে। আমরা জানতে পেরেছি এরইমধ্যে আমাদের এই ম্যাসেজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফাইল আকারে পৌঁছে গেছে। নতুন উপজেলার দ্রুত বাস্তবায়ন চাই। সমাবেশ থেকে নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তাঁরা বর্তমান অর্ন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন একটি উপজেলা গঠনের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নাটুয়ারপাড়া- পানাগাড়ি সড়কে আয়োজিত এই সমাবেশ ও মানববন্ধনে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এ আয়োজনের উদ্যোগ নেয় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’। প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের দাবিতে সোচ্চার ইউনিয়গুলো হলো নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর।
সমাবেশে অংশগ্রহণকারীরা “সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি তুলি’, ‘ছয় ইউনিয়ন বাসীর এক চাওয়া, যমুনা হবে উপজেলা’ বলে শ্লোগান দেন। সমাবেশে যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “চরাঞ্চলের ছয় ইউনিয়ন বহুদিন ধরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন। এরফলে এ অঞ্চলের মানুষ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত দিক থেকে নানা বঞ্চনার শিকার। এ তল্লাটের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতেই নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে। নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, নদীর ওপারের এলাকার প্রায় দুই লাখ মানুষ উন্নয়ন সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছে। আমরা জানতে পেরেছি এরইমধ্যে আমাদের এই ম্যাসেজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফাইল আকারে পৌঁছে গেছে। নতুন উপজেলার দ্রুত বাস্তবায়ন চাই। সমাবেশ থেকে নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তাঁরা বর্তমান অর্ন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানান।