ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত জয় সরকার (২৫) উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে। সে জামাল সরকারের এক মাত্র পুত্র সন্তান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে উপর হামলা চালায়। বুধবার রাতে নান্নু ও বেকু হাসান এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন এলাকায় জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, বেকু হাসান, ও লালু’রা দুই দিন যাবত এ এলাকায় মহড়া দিচ্ছেন। এ ঘটনায় লালুর জরুরি রয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন স্থানীয়রা। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।
এই ঘটনা জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত জয় সরকার (২৫) উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে। সে জামাল সরকারের এক মাত্র পুত্র সন্তান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে উপর হামলা চালায়। বুধবার রাতে নান্নু ও বেকু হাসান এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন এলাকায় জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, বেকু হাসান, ও লালু’রা দুই দিন যাবত এ এলাকায় মহড়া দিচ্ছেন। এ ঘটনায় লালুর জরুরি রয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন স্থানীয়রা। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।
এই ঘটনা জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।