সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটিকে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ সিদ্ধান্ত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনের ৫০ জন নেতা। গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি’ ঘোষণা করেছে। নতুন কমিটিতে বিতর্কিত ও সংগঠনের আদর্শবিরোধী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, এই সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ গোপনে নেওয়া হয়েছে-যা সংগঠনের মূলনীতি ও নৈতিকতার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে নেতারা কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদকে দেওয়া একটি ডেমো পদত্যাগপত্রও উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকান্ড, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও নৈতিকতার পরিপন্থী।
এব্যপারে সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মুনতাসির মেহেদি হাসান বলেন, ৭/৮ জন পদত্যাগ করেছেন। যাদের ঘোষিত কমিটিতে নাম নেই।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটিকে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ সিদ্ধান্ত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনের ৫০ জন নেতা। গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি’ ঘোষণা করেছে। নতুন কমিটিতে বিতর্কিত ও সংগঠনের আদর্শবিরোধী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, এই সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ গোপনে নেওয়া হয়েছে-যা সংগঠনের মূলনীতি ও নৈতিকতার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে নেতারা কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদকে দেওয়া একটি ডেমো পদত্যাগপত্রও উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকান্ড, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও নৈতিকতার পরিপন্থী।
এব্যপারে সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মুনতাসির মেহেদি হাসান বলেন, ৭/৮ জন পদত্যাগ করেছেন। যাদের ঘোষিত কমিটিতে নাম নেই।