ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তবর্তী রাতাছড়া গ্রামে ছয়ফুল (১৮) নামে এক যুবককে ধরে নিয়ে বাড়ির খুঁটিতে বেঁধে কুপিয়ে হত্যা করেছে তারই প্রতিবেশী দুজন দুর্বৃত্ত। গতকাল রোববার সন্ধ্যায় এ নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে।
লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, টাকা পয়সা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাতাছড়া গ্রামের সাকিল আহমদ (২৫) ছয়ফুলকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে সাকিল আহমদের বাড়ির বারান্দার খুঁটিতে ছয়ফুলকে বেঁধে রাখা হয় এবং সাকিল তার সহযোগী সুমন আহমদ আহমদ (২৭) কে ডেকে আনে।
এরপর টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে বাধা অবস্থায় সুমন ও সাকিল দা দিয়ে ছয়ফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ছয়ফুলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ছয়ফুলকে উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছয়ফুল দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে। সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগে। নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানান তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তবর্তী রাতাছড়া গ্রামে ছয়ফুল (১৮) নামে এক যুবককে ধরে নিয়ে বাড়ির খুঁটিতে বেঁধে কুপিয়ে হত্যা করেছে তারই প্রতিবেশী দুজন দুর্বৃত্ত। গতকাল রোববার সন্ধ্যায় এ নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে।
লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, টাকা পয়সা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাতাছড়া গ্রামের সাকিল আহমদ (২৫) ছয়ফুলকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে সাকিল আহমদের বাড়ির বারান্দার খুঁটিতে ছয়ফুলকে বেঁধে রাখা হয় এবং সাকিল তার সহযোগী সুমন আহমদ আহমদ (২৭) কে ডেকে আনে।
এরপর টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে বাধা অবস্থায় সুমন ও সাকিল দা দিয়ে ছয়ফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ছয়ফুলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ছয়ফুলকে উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছয়ফুল দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে। সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগে। নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানান তিনি।