বেনাপোল : নিম্ন আয়ের মানুষের আস্থা ফুটপাত -সংবাদ
শীত শুরু হয়েছে ,আর শীত থেকে পরিত্রানে জন্য স্বল্প ও নিন্ম আয়ের মানুষেরা ঝুকছে ফুটপথের গরম কাপড়ের দোকানে। বিকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলছে ভ্রাম্যমান বস্ত্রের দোকাগুলোতে বাড়ছে ক্রেতারদের ভীড়। গত কয়েকদিন ধরে চলছে শীতের প্রকোপ। বাড়ছে ঠান্ডা। আর এই ঠান্ডা থেকে পরিত্রানে জন্য ক্রেতারা অনেকেই আসছেন গরম কাপড় কিনতে।
তবে মার্কেট গুলোতে বস্ত্রের দাম বেশি নেওয়ায় স্বল্প ও নিন্ম আয়ের মানুষেরা ঝুকছেন ফুটপাতে গরম কাপড়ের দোকানে। বেনাপোলসহ শার্শা উপজেলার নাভারন ও বাগাআচড়া, উলশি, বাহাদুরপুর, পুটখালী বাজারের সড়কের পাশেই গড়ে উঠেছে ভ্রাম্যমান কাপড়ের দোকান। জমে উঠেছে ফুটপাত। কম দামে ভালো পোষাক কিনতে পেরে খুশি ক্রেতারা। পরিবার পরিজনের জন্য অনেকই কিনছেন শীতের গরম পোষাক।
ক্রেতা সরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও শিখা রানী বলেন, পরিবারের সদস্য বেশি উপার্যন কম। তাইতো পথের পাশে বসা দোকান থেকে কিনচ্ছি কমদামেই ভালো পোষাক। তবে ব্যাবসায়িরা জানান শীতের শুরুতেই বাড়ছে গরম কাপড়ের চাহিদা ও বিক্রি। তাদের উপার্যন হচ্ছে ভালো। শীত বাড়লে আরো বিক্রি বাড়ার আশা করেন ব্যাবসায়িরা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বেনাপোল : নিম্ন আয়ের মানুষের আস্থা ফুটপাত -সংবাদ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
শীত শুরু হয়েছে ,আর শীত থেকে পরিত্রানে জন্য স্বল্প ও নিন্ম আয়ের মানুষেরা ঝুকছে ফুটপথের গরম কাপড়ের দোকানে। বিকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলছে ভ্রাম্যমান বস্ত্রের দোকাগুলোতে বাড়ছে ক্রেতারদের ভীড়। গত কয়েকদিন ধরে চলছে শীতের প্রকোপ। বাড়ছে ঠান্ডা। আর এই ঠান্ডা থেকে পরিত্রানে জন্য ক্রেতারা অনেকেই আসছেন গরম কাপড় কিনতে।
তবে মার্কেট গুলোতে বস্ত্রের দাম বেশি নেওয়ায় স্বল্প ও নিন্ম আয়ের মানুষেরা ঝুকছেন ফুটপাতে গরম কাপড়ের দোকানে। বেনাপোলসহ শার্শা উপজেলার নাভারন ও বাগাআচড়া, উলশি, বাহাদুরপুর, পুটখালী বাজারের সড়কের পাশেই গড়ে উঠেছে ভ্রাম্যমান কাপড়ের দোকান। জমে উঠেছে ফুটপাত। কম দামে ভালো পোষাক কিনতে পেরে খুশি ক্রেতারা। পরিবার পরিজনের জন্য অনেকই কিনছেন শীতের গরম পোষাক।
ক্রেতা সরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও শিখা রানী বলেন, পরিবারের সদস্য বেশি উপার্যন কম। তাইতো পথের পাশে বসা দোকান থেকে কিনচ্ছি কমদামেই ভালো পোষাক। তবে ব্যাবসায়িরা জানান শীতের শুরুতেই বাড়ছে গরম কাপড়ের চাহিদা ও বিক্রি। তাদের উপার্যন হচ্ছে ভালো। শীত বাড়লে আরো বিক্রি বাড়ার আশা করেন ব্যাবসায়িরা।