ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন। খবর পেয়েই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে শিশুটির খোঁজ খবর নিতে ছুটে যান। দেন হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় নির্দেশনা।
সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় জীবিত নবজাতকটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। পরে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকের বয়স একদিনের মতো। ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মাদারীপুর জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়। সুস্থ করার জন্য আমরা আমাদের সর্বচ্চ সেবাটুকু শিশুটিকে দেব। আমাদের পক্ষ থেকে কোন ধরনের ত্রুটি হবে না।
খবর শুনেই শিশুটির সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, আপাতত শিশুটিকে আমরা উপজেলা প্রশাসনের দায়িত্বে রাখছি। কেউ যদি বাচ্চাটি দত্তক নিতে চায় তাহলে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি পরিবারকে দেওয়া হবে। যাতে শিশুটির সঠিক পরিচর্যা এবং মায়ের আদরে বেড়ে উঠতে পারে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন। খবর পেয়েই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে শিশুটির খোঁজ খবর নিতে ছুটে যান। দেন হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় নির্দেশনা।
সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় জীবিত নবজাতকটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। পরে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকের বয়স একদিনের মতো। ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মাদারীপুর জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়। সুস্থ করার জন্য আমরা আমাদের সর্বচ্চ সেবাটুকু শিশুটিকে দেব। আমাদের পক্ষ থেকে কোন ধরনের ত্রুটি হবে না।
খবর শুনেই শিশুটির সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, আপাতত শিশুটিকে আমরা উপজেলা প্রশাসনের দায়িত্বে রাখছি। কেউ যদি বাচ্চাটি দত্তক নিতে চায় তাহলে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি পরিবারকে দেওয়া হবে। যাতে শিশুটির সঠিক পরিচর্যা এবং মায়ের আদরে বেড়ে উঠতে পারে।