image
বাগাতিপাড়া (নাটোর) : বিষ প্রয়োগে মাছ নিধন -সংবাদ

বাগাতিপাড়ায় বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধন

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হিংসায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. আব্দুল মতিন, সাজদার আলী ও সাদ্দাম হোসেন যৌথভাবে পুকুরটি স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার সকালে তারা পুকুরে গিয়ে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখেন। পুকুরের পানি বিবর্ণ হয়ে যায় এবং কয়েকটি স্থানে বিষ মেশানোর চিহ্নও লক্ষ্য করা যায় বলে তারা জানান।

ক্ষতিগ্রস্তরা বলেন, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। এতে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি