মেয়ে স্কুল থেকে ফিরতে দেরি করায় বাড়ির সামনে অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন; এ সময় গাছের ডাল মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বরিশালের গৌরনদী উপজেলায়।
ওই উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউপির বাহাদুরপুর গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত হাসিনা বেগমের বয়স ৪০ বছর। তিনি ওই গ্রামের শাহজাহান ফকিরের স্ত্রী।
ঘটনার বর্ণনায় মুকুল বলেন, “মেয়ে স্কুল থেকে ফিরতে দেরি করায় হাসিনা বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছেলের ঘরের সাত মাসের নাতি তার কোলে ছিল।
“হঠাৎ ঝড়ো বাতাসে একটি চাম্বল গাছের ডাল ভেঙে ওই নারীর মাথায় পড়ে। এতে শিশুটি কোল থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হাসিনার মৃত্যু হয়।”
তবে শিশুটি বেঁচে গেছে বলে জানান ইউপি মেম্বার।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালাউদ্দিন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা