image

রাইস মিলের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোববার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রতিনিধি, নেত্রকোণা :

নেত্রকোণার রাজুর বাজার এলাকায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার। রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজুর বাজার ময়লাকান্দা এলাকায় শওকত মিয়ার রাইস মিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় নিহত শাফায়াত উল্লাহ ২৮ বালুয়াখালী এলাকার ওমর ফারুকের ছেলে। সে পেশায় কৃষক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি