খুলনার ফুলতলা উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মিলন ফকির ওই এলাকার আবদুল ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বলেন, “মিলন ফকির সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে।
“মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
কারা কেন মিলনকে হত্যা করেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।”
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক